এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোটের আবহে জনসংযোগে অন্যরকম নজির গড়ে তুললেন তৃণমূল বিধায়ক

ভোটের আবহে জনসংযোগে অন্যরকম নজির গড়ে তুললেন তৃণমূল বিধায়ক

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের নির্বাচন যত কাছে আসছে, ততই প্রতিটি রাজনৈতিক দলের কর্মীরা হয়ে উঠেছে তৎপর। একদিকে যেমন দেখা যাচ্ছে, তৃণমূল শিবিরের লোকজন ব্যাপকভাবে প্রচার শুরু করেছে। ঠিক সেভাবেই গেরুয়া শিবিরের লোকজনেরাও দেখা যাচ্ছে একের পর এক প্রচার সভায় হেভিওয়েট নেতাদের নিয়ে এসে প্রচার চালাচ্ছে রাজ্যজুড়ে।যখন এ রকমই মারমার কাটকাট অবস্থা রাজ্যে, ঠিক সেসময় জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলেন। 

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী নিজের নিরাপত্তারক্ষী ও সরকারি গাড়ি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন।যদিও নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই সৌরভ চক্রবর্তী যে পদক্ষেপ গ্রহণ করলেন, তা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। বর্তমানে বিধায়ক সৌরভ চক্রবর্তী কোন জায়গায় যাতায়াত করতে হলে সাধারণ মানুষের মতো বিভিন্ন যানবাহন ব্যবহার করছেন। খুব স্বাভাবিকভাবেই এলাকার মানুষ অত্যন্ত অবাক বিধায়ককে এভাবে তাঁদের রোজনামচার অংশ হতে দেখে।

 অন্যদিকে বিধায়ক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করার উদ্দেশ্যেই নিরাপত্তারক্ষী এবং সরকারি গাড়ি ছেড়েছেন। এক্ষেত্রে অবাক হওয়ার মতো কিছু হয়নি। কিন্তু বিধায়কের দাবিকে রীতিমতো কটাক্ষ করে গেরুয়া শিবির নিজেদের মতামত প্রকাশ করেছে। আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা ইতিমধ্যেই বিধায়ককে তীব্র কটাক্ষ করে বলেছেন, আলিপুরদুয়ারের বিধায়ক ইতিমধ্যেই বুঝে গেছেন তিনি জয়লাভ করতে পারবেন না, তাই নিজের আসন ধরে রাখতে তিনি মরিয়া হয়ে নাটক করছেন। 

পাশাপাশি গঙ্গাপ্রসাদ শর্মা এদিন দাবি করেছেন, আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভার প্রত্যেকটিতেই বিজেপি জিতবে। 2016 সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন সৌরভ চক্রবর্তী। তৃণমূল শিবিরের অত্যন্ত পরিচিত মুখ তিনি। বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদসহ একাধিক দায়িত্ব সামলেছেন তিনি। পরবর্তীতে অবশ্য তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এবার নিজের বিধানসভা কেন্দ্রে জনসংযোগে মেতে উঠেছেন তিনি। আর যেভাবে বিধায়ক সৌরভ চক্রবর্তী নিজের কেন্দ্রে জনসংযোগের দিকে এতটা গুরুত্ব দিচ্ছেন, তা দেখে মনে করা হচ্ছে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়া কিছুটা চূড়ান্ত হয়েছে। তবে এক্ষেত্রে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন, এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু ঠিক হয়নি। কারণ দলের প্রার্থী চূড়ান্ত করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সর্বক্ষেত্রে সব আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী হিসেবে মানা হবে।

পাশাপাশি দলের প্রত্যেককে সাধারণ মানুষের সাথে বেশি করে সংযোগ গড়ে তোলার কথা বলা হয়েছে বলে জানান তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, এবারের নির্বাচনে জনসংযোগ অন্যতম শক্তি হতে পারে তৃণমূলীদের। সেক্ষেত্রে দলের তরফ থেকে ইতিমধ্যেই নির্দেশ এসেছে সবার কাছে মানুষের সঙ্গে যোগাযোগ আরো বাড়াতে হবে বলে। মনে করা হচ্ছে, আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী সেই নির্দেশই প্রাণপণে মেনে চলছেন। এখন দেখার তাঁর এই জনসংযোগের নতুন উদ্যোগ একুশের বিধানসভা নির্বাচনে আদৌ ফলপ্রসূ হয় কিনা!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!