এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > ভোটের আগে আবারও অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার রাজ্যের অন্যতম স্পর্শকাতর জেলা থেকে, পেছনে কি রাজনৈতিক যোগ?

ভোটের আগে আবারও অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার রাজ্যের অন্যতম স্পর্শকাতর জেলা থেকে, পেছনে কি রাজনৈতিক যোগ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করার জন্য ইতিমধ্যেই কড়া ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। একের পর এক কেন্দ্রীয় বাহিনীর আগমন হচ্ছে রাজ্যে। কিন্তু রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার মধ্যেও বড়োসড়ো নাশকতার ছক ফাঁস। পুলিশের হাতে ধরা পরল প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। জানা গিয়েছে, রাজ্য পুলিশের সাথে সামশেরগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় 10 কেজি বিস্ফোরক উদ্ধার করেছে।

পাশাপাশি পুলিশের হাতেও গ্রেপ্তার হয়েছে একজন যে বিহারের মুঙ্গেরের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে পুলিশ গোপন খবর পেয়ে চাঁদপুর ব্রিজের কাছে নাকা চেকিং শুরু করে। সেইসঙ্গে সামশেরগঞ্জ থানার পুলিশের সাথে ছিলেন এসটিএফের অফিসাররাও। সেইসময় ডাকবাংলো পাকুড় রোডের কাছে একজনকে আটক করা হয়। যার কাছে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সূত্রের খবর, ধৃত ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল, দেড়শ গুলি, দুই প্যাকেট সাদা রঙের বিস্ফোরক পাউডার ও একইসাথে কমলা রঙের গুঁড়ো পাওয়া গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রপরে ধৃত ওই ব্যক্তির নাম ধাম সম্পর্কে খোঁজ নেওয়া শুরু হয়। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম টেম্পু মন্ডল এবং সে বিহারের মুঙ্গেরের বাসিন্দা। স্বাভাবিকভাবে বাংলায় নির্বাচনের আগে বড়োসড়ো আগ্নেয়াস্ত্র উদ্ধারের সাথে মুঙ্গেরের যোগ স্পষ্ট হলো এবং তা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। আপাতত টেম্পুকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চায়, কার নির্দেশে রাজ্যে অস্ত্র সাপ্লাই হচ্ছিল? সামনেই একুশের বিধানসভা নির্বাচন। রাজ্য জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি লাগু।

কিন্তু তা সত্বেও রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু কমবেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সেক্ষেত্রে মুর্শিদাবাদের মত স্পর্শকাতর জেলা থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার রাজ্য প্রশাসনের চিন্তা আরো বাড়াচ্ছে। একইসাথে রাজ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। আপাতত পুলিশের লক্ষ্য, মুঙ্গেরে থেকে এই অস্ত্র ও বিস্ফোরক পাচারের পেছনে আসল ব্যক্তির খোঁজ। পাশাপাশি এই ঘটনার সাথে কোন রাজনৈতিক যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!