এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোটের আগে বাঙালীর আবেগ ছুঁতে মনীষীদের হাত ধরছে গেরুয়া শিবির

ভোটের আগে বাঙালীর আবেগ ছুঁতে মনীষীদের হাত ধরছে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাঙালি মনীষীদের নিয়ে বরাবরই চিরকালীন আবেগপ্রবণ আমবাঙালি। আর বাংলার রাজনীতিতে পরিবর্তন আনতে বাংলার মানুষদের কাছে টানা যে অপরিহার্য সে কথা কে না জানে! আর তাই বাংলার মনীষীদের কাছে টানার পরিকল্পনার মাধ্যমে বাগ্লাঈদের সাথে যোগসূত্র স্থাপনে উদ্যোগী গেরুয়া শিবির। ইতিমধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ সহ বিভিন্ন মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁদের উক্তিকেই তৃণমূলের বিরুদ্ধে বাক্যবাণ হিসেবে ব্যবহার করছে বিজেপি।

আর এবার সামনে আসছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। খুব স্বাভাবিকভাবেই এই জন্মদিন উপলক্ষে গেরুয়া শিবিরের রাজ্যজুড়ে ব্যাপক পরিকল্পনা প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেইশে জানুয়ারি ভিক্টোরিয়ার সামনে থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এদিকে গতকাল শরৎচন্দ্র বোস এর কনিষ্ঠ কন্যা চিত্রা ঘোষ দেহত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই চিত্রা ঘোষের আগে দেখা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়েছে বলে দাবী প্রধানমন্ত্রীর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই স্মৃতিই তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, চিত্রা ঘোষ ছিলেন শিক্ষা জগতে বহু পরিচিত নাম। কলকাতার বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন তিনি। এবছর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী উদযাপন। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ রাখবেন। এর আগেও তিনি পোর্ট ব্লেয়ারে তেরঙ্গা পতাকা উত্তোলনের বর্ষপূর্তিতে নেতাজিকে স্মরণ করেছিলেন। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বাঙালি এবং বাঙ্গালীদের আইকন বলেই পরিচিত।

তাই সেই সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গবাসীর আবেগকে ছুঁতে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী। সেই উদ্দেশ্যেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাতুষ্পুত্রী চিত্রা বসুর মৃত্যুতে এত ব্যাপক ভাবে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যথারীতি একুশের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই চ্যালেঞ্জ জিততে বাঙালির সহায়তা অত্যন্ত প্রয়োজন। আর বাঙালির মন জিততে বাঙালি মনীষীদের স্মরণ নেওয়া ছাড়া এই মুহূর্তে সবথেকে সহজ রাস্তা বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!