এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সামনেই ভোট, এবার বেকারদের জন্য বড়সড় কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর!

সামনেই ভোট, এবার বেকারদের জন্য বড়সড় কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে করোনা পরিস্থিতিতে রাজ্য তথা সমগ্র দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে। আর তা নিয়ে সরকারকে বিরোধীদের কটাক্ষ করে বা বিরোধীদের সরকারকে কটাক্ষ করে আদপে কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না বলেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

সেখানে বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞদের কথায় জানা গিয়েছিল, কর্মসংস্থান হয়নি রাজ্যের লক্ষ-লক্ষ বেকার শিক্ষিত যুবক যুবতীদের। তাই তাদের বেকারত্ব সমস্যা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই শর্ত ঋণের ব্যবস্থা করেছেন বলে জানান হয়েছিল। যেখানে অল্প সুদের ঋণের সাহায্যে সরকার বাইক কেনার সুযোগ আনতে চলেছেন বলে জানা যায়।

সম্প্রতি মুখ্যমন্ত্রী বাঁকুড়া সফরে গিয়ে খাতড়ায় প্রশাসনিক অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন। যেখানে তাঁকে বলতে শোনা গেছে এই কর্মসংস্থানের কথাও। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারত্ব দূর করা নিয়ে সেখানকার মানুষের কাছে বলেন, আগামী দিন আরও ২ লক্ষ ছেলেমেয়েকে কাজের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করছে সরকার।

আর সেখানে শর্তসাপেক্ষ ঋণে বেকার যুবক যুবতীরা বাইক কিনতে পারবে বলে জানান তিনি। এক্ষেত্রে কো-অপারেটিভ ব্যাংক থেকে বাইক কেনার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। যার মাধ্যমে দু’লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থান করলে মোট ১০ লক্ষ মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি। আর এই প্রকল্পের নাম ‘কর্মই ধর্ম’ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে তিনি জানান, প্রতিটি বাইকের পেছনে একটি বিশেষ বাক্স থাকবে। তবে এই বাক্স কি কাজে লাগবে, সেই কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বর্তমানে বিভিন্ন মানুষ বাড়ি থেকে নানারকম ব্যবসা সংক্রান্ত কাজ করে উপার্জনের দিকে নজর দিয়েছেন। সেক্ষেত্রে নানান সামগ্রি নিয়ে মানুষ ব্যবসা করে থাকেন। আর এই বাক্স লাগানো বাইকের ক্ষেত্রে মানুষ সেই বাক্স করে জিনিস নিয়ে মানুষের বাড়ি বাড়ি বিক্রি করতে পারবেন। বলেই মনে করেছেন তিনি। তা না হলে অন্তত বাড়ির ক্ষেত্রেও জিনিস নিয়ে আসে যেতে কাজে লাগবে বলেও জানিয়েছেন তিনি।

তাঁর কথায় কোনো কাজই খারাপ নয়। তাই এই প্রকল্পের মাধ্যমে মানুষ শাড়ি বিক্রি, জামা কাপড় বিক্রি, এমনকি আলু পেঁয়াজও বিক্রি করতে পারেন বলেই জানিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী এ কথা বলার সঙ্গে সঙ্গেই অনুষ্ঠান স্থলে বাদ্য বেজে উঠতে দেখা যায়।

এরপর বাঁকুড়ায় জনজাতিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “তোমরা ভাল আছ তো! ধামসা মাদল পাচ্ছ তো!” তবে এরই সঙ্গে সরকারি আমলাদেরকে বাঁকুড়ার মানুষকে আরও বেশি করে ধামসা মাদল দিতে বলতে দেখা গেছে তাঁকে। যাতে তারা ভাল করে জীবিকা নির্বাহ করতে পারে, সেই কারণেই মুখ্যমন্ত্রী এমন আদেশ করেছেন বলেই জানিয়েছেন তিনি। যদিও এই কথায় ভোটের আগে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে কর্মসংস্থানের টোপ দেখিয়ে ভোট আদায় করতে চাইছেন বলেই কটাক্ষ করতে দেখা গেছে বিরোধীদের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!