এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগে তৃণমূলের পালে হাওয়া জোরদার করতে এবার দিনে ৭টি করে কর্মীসভা মমতার নতুন অগ্নিকন্যার?

ভোটের আগে তৃণমূলের পালে হাওয়া জোরদার করতে এবার দিনে ৭টি করে কর্মীসভা মমতার নতুন অগ্নিকন্যার?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বইছে শীতের হাওয়া। আর সেই হাওয়াতে কান পাতলেই এখন শোনা যাচ্ছে ভোটের দামামা। একুশের বিধানসভা নির্বাচন আসতে আর একদমই বেশি দেরি নেই। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে আসরে নেমে পড়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক যোদ্ধা হিসেবে সম্মুখ সমরে দাঁড়িয়েছে প্রধান দুই দল তৃণমূল এবং বিজেপি। সেই সূত্রে বিজেপিকে ঠেকিয়ে রাখতে এবং তৃণমূলের পালে হাওয়া আনতে এবার ময়দানে নেমে পড়লেন তৃণমূল শিবিরের জাঁদরেল নেত্রী মহুয়া মৈত্র। বিভিন্ন সময় মহুয়া মৈত্রকে দলের হয়ে নানান তর্ক বিতর্কে অংশ নিতে দেখা যায়।

আর এবার মহুয়া মৈত্র বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বৃহস্পতিবার থেকে নদীয়া জেলা সভাপতি হিসেবে তিনি তাঁর বিধানসভা থেকে পঞ্চায়েত ধরে ধরে কর্মীসভা করবেন বলে জানা গিয়েছে। এক এক দিনে প্রায় 5-7 টি কর্মী সভা তিনি করতে পারেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, নদীয়া জেলার দক্ষিণাংশের বিধানসভাগুলির বুথ কর্মীদের সঙ্গে তিনি প্রথমে আলোচনা সারবেন। এরপর জেলার দক্ষিণ অংশে অর্থাৎ হরিণঘাটা, কল্যাণী, চাকদহতে মিটিং শুরু করবেন। সকাল থেকে বিকেল পর্যন্ত বুথ কর্মীদের সঙ্গে তিনি আলোচনা চালাবেন বলে খবর। কি কি সাংগঠনিক দুর্বলতা রয়েছে তা আলোচনার মাধ্যমে বার করার চেষ্টা চলবে।

এ প্রসঙ্গে মহুয়া মৈত্র জানিয়েছেন, প্রত্যেক বুথ কর্মীর সঙ্গে আলোচনায় বসে সেই এলাকার বুথকে আরও শক্তিশালী করাই লক্ষ্য। নদীয়ার দক্ষিণ অংশের পরে জেলার উত্তর অংশ নিয়ে কাজ শুরু হবে। যেহেতু কৃষ্ণনগর লোকসভার সাংসদ সদস্য মহুয়া মৈত্র, তাই জেলার উত্তর অংশে আগে থেকেই কাজ শুরু করেছেন তিনি। অধিকাংশ জায়গায় বুথ কমিটি রয়েছে জেলার উত্তরে। তুলনামূলকভাবে মনে করা হচ্ছে, নদীয়া জেলার দক্ষিণ অংশ নিয়ে তাঁকে অনেকটাই কাজ করতে হবে। অন্যদিকে নদীয়ার দক্ষিণ অংশে সম্প্রতি জেলা ও ব্লক তৃণমূলের বিভিন্ন পদে বদল আসায় শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। অনেক নেতাই প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করা এবং বিরোধী দলগুলি যাতে কোনরকম সুযোগ নিতে না পারে, তার জন্যই বুথ কর্মীদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন মহুয়া মৈত্র। লোকসভা নির্বাচনের আগেও তাঁকে একইভাবে সমস্ত জায়গায় বুথ কর্মীদের সঙ্গে আলোচনায় বসতে দেখা গিয়েছিল। বর্তমানে তিনি জেলা সভাপতি। আর সে কারণেই বলা যায়, দায়িত্ব অনেকটাই বেশি। বিধানসভা নির্বাচনকে এবার টার্গেট করে যথারীতি আবারও নদীয়া জেলার বিভিন্ন অঞ্চলে দেখা যাবে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে।

প্রসঙ্গত নদীয়া জেলায় কিন্তু লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে, বিজেপির পাল্লা ভারী। আর তাই এবার বিধানসভা নির্বাচনে নদীয়া জেলাকে ফিরিয়ে আনা রীতিমতো চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে তৃণমূল বলে মনে করা হচ্ছে। আর সেক্ষেত্রে যোগ্য নেত্রী হিসাবে নদীয়া জেলার সভাপতির দায়িত্ব তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন যোগ্য নেত্রী হিসাবে মহুয়া মৈত্রর হাতে। এবার দেখার নদীয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র এই ব্যাটন নিয়ে কিভাবে এগিয়ে যান! বুথ কর্মীদের সংগে র‍্যানডম মিটিং কি কোনো সুবিধা করে দিতে পারবে তাঁকে! নজর থাকবে।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!