এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগে উত্তেজনা- বিজেপি কর্মীর ওপরে ভরসন্ধ্যায় গুলি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

ভোটের আগে উত্তেজনা- বিজেপি কর্মীর ওপরে ভরসন্ধ্যায় গুলি, অভিযোগের তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বাদে কাল রাজ্যে প্রথম দফার নির্বাচন শুরু। রাজ্যজুড়ে শুরু হয়েছে নির্বাচনী ব্যস্ততা। এই অবস্থায় একের পর এক জেলা থেকে যেভাবে হিংসাত্মক ঘটনার খবর সামনে আসছে, তাতে কমিশনের চিন্তা বাড়ছে বৈ কমছেনা। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে নিশ্চিন্ত করা হয়েছিল এবারে শান্তিপূর্ণ নির্বাচন হবে বাংলায়। কিন্তু সময় যত যাচ্ছে, ততই কমিশনের আশ্বাসবাণী প্রহসনে পরিণত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন আবারো রাজনৈতিক হিংসার কারণে উত্তেজনা ছড়ালো টিটাগর অঞ্চলে। বুধবার রাতে টিটাগরে গুলিবিদ্ধ হয়েছেন এক বিজেপি কর্মী।

অভিযোগের তীর অবশ্যই তৃণমূলের দিকে। তবে তৃণমূল বিজেপির এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় টিটাগর বাজারে এই ঘটনাটি ঘটে। বুধবার সন্ধ্যেবেলা ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর মিছিল ছিল টিটাগর বাজারে। মিছিলের পরে স্থানীয় বিজেপি কর্মী মধু রাওয়ের ওপর দুষ্কৃতীরা গুলি চালায়। ঐ বিজেপি কর্মীর বুকে গুলি লাগে। স্থানীয় বাসিন্দারাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা জানিয়েছেন, এই ঘটনার পেছনে তৃণমূলের দুষ্কৃতীরা রয়েছে। প্রার্থী রাজ চক্রবর্তীর সঙ্গে প্রচারে দেখা গিয়েছিল দুষ্কৃতীদের। তবে কি কারণে গুলি চালানো হয়েছে, এখনও তা স্পষ্ট নয়। ইতিমধ্যে টিটাগর থানায় বিজেপির পক্ষ থেকে তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লা দাবী, নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে তৃণমূল এই হামলা চালিয়েছে। যদিও টিটাগরের তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি স্পষ্ট জানিয়েছেন, বিজেপি যে অভিযোগ আনছে তা পুরোপুরি সাজানো। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই। প্রসঙ্গত, গুলিতে আহত মধু রাও কিছুদিন আগেই তৃণমূল কর্মী ছিলেন। সদ্য তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এই ঘটনার কারণে এলাকা এখনো পর্যন্ত থমথম করছে। অন্যদিকে পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আপাতত পুলিশি তদন্ত শুরু হয়েছে। তবে ভোটের আগে এ ধরনের ঘটনা তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা যে আরও বাড়িয়ে তুলবে, সে ব্যাপারে নিঃসন্দেহ ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!