এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোটের আগে ভোট? বিধানসভা নির্বাচনের আগেই কি এই ভোট? প্রশাসনিক প্রস্তুতি ঘিরে জল্পনা তুঙ্গে!

ভোটের আগে ভোট? বিধানসভা নির্বাচনের আগেই কি এই ভোট? প্রশাসনিক প্রস্তুতি ঘিরে জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগেই কি এবার শিলিগুড়িতে ত্রিস্তর পঞ্চায়েতের ভোট হতে চলেছে? জানা গেছে, ইতিমধ্যে এই ব্যাপারে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হবে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা নিয়ে এখন তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে এলাকায়। সূত্রের খবর, সোমবার দার্জিলিংয়ের জেলাশাসক জানিয়ে দিয়েছেন যে, মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার 22 টি গ্রাম পঞ্চায়েতের 464 টি এবং 4 টি পঞ্চায়েত সমিতির 64 টি আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশিত হবে।

আর এখানেই একাংশের প্রশ্ন, তাহলে কি বিধানসভা নির্বাচনের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে? জানা গেছে, পঞ্চায়েত আইন অনুসারে মোট আসনের 50 শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়। অন্যদিকে জনসংখ্যার নিরিখে এসসি, এসটি এবং ওবিসিসের জন্য আসন সংরক্ষণ করা হয়। বর্তমানে শিলিগুড়ি মহকুমা পরিষদের আসন সংখ্যা নয়টি। তবে করোনা পরিস্থিতির কারণে প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে খসড়া প্রকাশ করার উদ্যোগ নেওয়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র চর্চা শুরু হয়েছে।

একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েত ভোটের মধ্যে দিয়েই গ্রামীণ ভোটব্যাংক আদৌ শাসক দলের দখলে আছে কিনা, তা দেখে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর তাই প্রশাসনকে দিয়ে তাদের এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সিপিএমের তাপসবাবু বলেন, “নির্বাচনের জন্য প্রস্তুতি হলেই ময়দানে নেমে পড়ব।”

অন্যদিকে এই ব্যাপারে মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তৃণমূলের কাজলবাবু বলেন, “আমরা ময়দানেই রয়েছি। এখন রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে, তাই হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, বিগত পাঁচ বছর আগে শিলিগুড়িতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেই মহকুমা পরিষদ সহ সমস্ত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন সম্পন্ন হয়। আর এবার সেই বোর্ডগুলোর মেয়াদ প্রায় শেষের মুখে।

তাই এমত পরিস্থিতিতে মঙ্গলবার এখানকার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আসন সংরক্ষণের তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হল। তবে যদি সত্যি সত্যিই বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ি মহকুমা পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে শাসক থেকে বিরোধী প্রত্যেকেই নিজেদের জনমত যাচাই করে নিতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!