এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ভোটের আগেই আরেক ভোট? তৃণমূলের সৎসাহস নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে রাস্তায় নেমে চাপ বাড়াচ্ছে জোট!

ভোটের আগেই আরেক ভোট? তৃণমূলের সৎসাহস নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে রাস্তায় নেমে চাপ বাড়াচ্ছে জোট!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর কয়েক মাস বাকি। আর তারপরই 2021 এর বিধানসভা নির্বাচন। কিন্তু সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন প্রতিটা রাজনৈতিক দল নিজেদের মত করে ঘুটি সাজাতে শুরু করেছে, ঠিক তখনই শিলিগুড়ি পৌরসভা এবং মহকুমা পরিষদের নির্বাচন করার দাবিতে সরব হল বাম এবং কংগ্রেস। সূত্রের খবর, বৃহস্পতিবার এই দাবিতে শিলিগুড়ি শহরে একটি মিছিল করে এই দুই রাজনৈতিক দল। যেখানে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে তারা।

স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ি পৌরসভ ও মহকুমা পরিষদের নির্বাচন করার দাবি যেভাবে উঠতে শুরু করেছে, এখন তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, এদিন শিলিগুড়িতে এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের অশোক ভট্টাচার্য, আরএসপির তাপস গোস্বামী, দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শংকর মালাকার সহ অন্যান্যরা। যেখানে মিছিলের পর জেলা প্রশাসনের কাছে এই নির্বাচন করার দাবিতে স্মারকলিপি তুলে দিতে দেখা যায় তাদের।

অশোক রঞ্জন ভট্টাচার্য বলেন, “শিলিগুড়ি পৌরসভা ও পরিষদের ভোট করার মতো সৎ সাহস রাজ্য সরকারের নেই। হারার ভয়ে তারা ভোট করাচ্ছে না। ক্ষমতা থাকলে ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দুটি ক্ষেত্রে ভোট করানো হোক।” একইভাবে মানুষের দুয়ারে যাওয়ার মত সাহসা রাজ্য সরকারের নেই। তাই করোনা পরিস্থিতির অজুহাত দিয়ে নির্বাচন করানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন জেলা কংগ্রেসের সভাপতি শংকর মালাকার।

তবে কংগ্রেস এবং বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন করার জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্মারকলিপি দেওয়া হলেও, তাতে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের আগে এই পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় করোনা পরিস্থিতির কারণে সেখানে প্রশাসক বোর্ড বসিয়ে দিয়েছে রাজ্য সরকার। আর তারপর থেকেই বিরোধীদের পক্ষ থেকে তোলা হচ্ছে প্রশ্ন। তাহলে কি রাজ্য সরকার নির্বাচনকে এড়িয়ে যেতে চাইছে! আর তাই মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলোতে নির্বাচন করানো হচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই এই ঘটনায় এতদিন তৃণমূল কংগ্রেস অত্যন্ত চাপে পড়ে গিয়েছিল‌। কিন্তু এবার যেভাবে ময়দানে নেমে মিছিল করে সেই নির্বাচন করানোর দাবিতে স্মারকলিপি দিল বাম এবং কংগ্রেস, তাতে শাসকদলের অস্বস্তি আরও বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।যদিও বা বামফ্রন্ট এবং কংগ্রেসের পক্ষ থেকে এই রকম উদ্যোগ নেওয়া হলেও তাতে বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, “করোনা পরিস্থিতির মোকাবিলা করে জোটের নেতারা ঘরে বসে থেকেছে। বুক চিতিয়ে মোকাবিলা করেছে তৃণমূল কংগ্রেস। এখন মানুষের কথা না ভেবে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ভোট চাইছেন। এই ব্যাপারে রাজ্য সরকারের নজর আছে। করোনা মুক্ত পরিবেশ যখন হবে, তখন ভোট করানো হবে। তাছাড়া ভোটের দিকে তাকিয়ে নয়, মানুষের জন্য রাজনীতি করে তৃণমূল কংগ্রেস। তাই আমরা সব সময় ভোটের জন্য প্রস্তুত।”

পর্যবেক্ষকদের মতে, মেয়াদোত্তীর্ণ একগুচ্ছ পৌরসভার নির্বাচন এখনও করেনি রাজ্য সরকার‌‌। যেখানে করোনা পরিস্থিতি হওয়ার কারণে এই নির্বাচন করানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল রাজ্য। যার পরবর্তী সময়ে কালে প্রশাসক বোর্ড বসিয়ে দেওয়া হয়। কিন্তু এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সাথে সাথেই এই নির্বাচন করানোর ব্যাপারে মাঠে নেমে পড়ল বামফ্রন্ট এবং কংগ্রেস। স্বাভাবিকভাবেই বাম এবং কংগ্রেসের শিলিগুড়ি শহরের নতুন করে ময়দানে নাম আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের অস্বস্তি দ্বিগুণ ভাবে বাড়িয়ে দিল বলেই মত বিশ্লেষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!