এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ভোটের আগেই কংগ্রেসের মাথাব্যথার কারণ হলেন দলত্যাগী প্রাক্তন মুখ্যমন্ত্রী,নিলেন চূড়ান্ত পদক্ষেপ

ভোটের আগেই কংগ্রেসের মাথাব্যথার কারণ হলেন দলত্যাগী প্রাক্তন মুখ্যমন্ত্রী,নিলেন চূড়ান্ত পদক্ষেপ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি পাঁচটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। যার মধ্যে অন্যতম হলো পাঞ্জাব। এই রাজ্যটি কংগ্রেসের দখলে থাকলেও দলের ভাঙ্গন, অন্তর্দ্বন্দ্ব বারবার পেছনে ঠেলে দিচ্ছে দলকে। তার ওপরে রাজ্যে ক্রমশ শক্তিশালী হচ্ছে আম আদমি পার্টি। আবার বিজেপিও পাঞ্জাব দখলের প্রস্তুতি নিচ্ছে। আর এই পরিস্থিতিতে কংগ্রেসের রাতের ঘুম কেড়ে নিয়ে সদলবলে দল ছেড়ে দিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। জানা যাচ্ছে এবার তিনি নতুন দল গঠন করে কংগ্রেসের সামনে বড় চ্যালেঞ্জ রাখতে চলেছেন। যার ফলে রাজ্যে আরো বিপদ বাড়তে চলেছে কংগ্রেসের।

কংগ্রেসের সঙ্গে প্রায় চার দশকেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। দীর্ঘদিন ধরে তিনি ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। কিন্তু দলের সঙ্গে বনিবনা একেবারে তলানিতে পৌঁছেছিল। তিনি অভিযোগ করেছেন, বারবার অপমান, আক্রমণ আর তিনি সহ্য করতে পারছেন না। গত মাসেই কংগ্রেসের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন তিনি, অনুগামী সহ কংগ্রেস ছেড়েছেন, জল্পনা চলছিল বিজেপিতে যোগদান করতে পারেন তিনি। আর তিনি বিজেপিতে যোগদান করলে, কংগ্রেসের সমস্যা যে আরও বাড়তো, তাতে কোনো সন্দেহের অবকাশ ছিল না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার সেদিক থেকে হয়তো কিছুটা স্বস্তি পেল কংগ্রেস, কিন্তু আরও বড় বিপদ সামনে নিয়ে এলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এবার তিনি নতুন দল গঠন করতে চলেছেন। আর এই দল বিজেপি ও অকালি দলের সঙ্গে জোট করে বাড়িয়ে দিতে পারে কংগ্রেসের বিপদ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি নিজের একটি রাজনৈতিক দল তৈরি করতে চাইছেন। পাঞ্জাবের সাধারণ মানুষ ও কৃষকদের ভবিষ্যতের কথা ভেবে একাজ করছেন তিনি। কেন্দ্রীয় আইন এর বিরুদ্ধে পাঞ্জাবের কৃষকেরা দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছেন। তাদের জন্য এই দল তিনি গড়ে তুলবেন।

আবার এরপরেই টুইট করে তিনি জানিয়েছেন যে, ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের তিনটি বিতর্কিত কৃষি আইনের হয়তো সমাধান হয়ে যাবে। আন্দোলনরত কৃষকদের স্বার্থে বিজেপি ও আকালি দলের দলের সঙ্গে জোট করতে তাঁর কোন সমস্যা নেই। তিনি জানিয়েছেন, পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই আইনের সমাধান হয়তো নিজেই করে ফেলবেন।

এককথায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এটা পরিস্কার যে, বিজেপিতে যোগদান না করলেও নতুন দল গঠন করে সেই বিজেপির সঙ্গেই জোট করতে পারেন তিনি। আর এটা যদি তিনি করেন, তবে পাঞ্জাবে কংগ্রেসের সিংহাসন ধরে রাখা যে আরও বড় বড় চ্যালেঞ্জের মুখে পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!