এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোটের আগেই প্রকাশ্যে ফলাফল, তীব্র উত্তেজনা এলাকায়, তদন্তে পুলিশ

ভোটের আগেই প্রকাশ্যে ফলাফল, তীব্র উত্তেজনা এলাকায়, তদন্তে পুলিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই শুরু রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। নন্দীগ্রামের পাশাপাশি এবারের নির্বাচনী তালিকায় পশ্চিম মেদিনীপুরের নটি আসন রয়েছে। কিন্তু তার আগেই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, দাসপুর, কেশপুর সহ বিভিন্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বেশ কিছু পোস্টারকে ঘিরে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় কয়েকটি পোস্টার চোখে পড়ে। যেখানে পুলিশের নাম করে দেওয়া পোস্টারে লেখা রয়েছে কোন আসনে কত ভোটে এগিয়ে রয়েছে কোন দল এবং পিছিয়ে রয়েছে কারা।

এমনকি, পোস্টারের শেষে কোন শিবিরের জয়ের সম্ভাবনা বেশি তার নাম রয়েছে। খুব স্বাভাবিকভাবে রাত পোহালেই যেখানে ভোট হতে চলেছে, সেখানে ভোটের আগে এ ধরনের পোস্টার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। একইসাথে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এই ঘটনায় তাঁদের কোনো হাত নেই। কেউ বা কারা পরিকল্পনামাফিক এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য পুলিশের নাম করে এইসব পোস্টার মেরেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। অন্যদিকে রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই নিয়ে। এবারের বিধানসভা নির্বাচনের ফল কি হবে তা নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন চলছে রাজ্য রাজনীতিতে। নির্বাচনও এখনো শেষ হয়নি। 8 দফা নির্বাচনের প্রথম দফা হয়েছে, দ্বিতীয় দফা আগামীকাল হবে। তার পরেও বেশ কয়েকটি দফায় নির্বাচন চলবে রাজ্যে। নির্বাচনে জিতে কারা বাংলার মসনদ দখল করবে, তার জন্য দোসরা মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে নির্বাচনী প্রচারে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দেখা গিয়েছে তৃণমূল-বিজেপি উভয়কেই।

অনদিকে জানা গিয়েছে শুধু পুলিশের নাম করেই পোষ্টার পড়েনি, আরএসএসের নামেও পোস্টার পড়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। খুব স্বাভাবিকভাবেই এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য, আগাম অশান্তির আশংকায় দিন গুনছেন রাজ্যবাসী। অন্যদিকে প্রশ্ন উঠেছে ভোটের কারণে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের টহলদারি জারি রয়েছে নির্বাচনী এলাকায়। তার মধ্যেও কেউ কিভাবে জায়গায় জায়গায় পোস্টার মেরে পরিবেশকে উত্তেজিত করার চেষ্টা চালাচ্ছে! আপাতত এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, তা জানার চেষ্টায় তদন্ত শুরু করেছে পুলিশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!