এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগেই স্থির হয়ে গেল কলকাতার মেয়র! কার ভাগ্যে ছিড়ছে শিকে? জেনে নিন!

ভোটের আগেই স্থির হয়ে গেল কলকাতার মেয়র! কার ভাগ্যে ছিড়ছে শিকে? জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ কলকাতা পৌরসভার মেয়র ছিলেন বর্তমান প্রশাসক রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু তৃণমূলে বর্তমানে এক ব্যক্তি এক পদ নীতি শুরু হয়েছে। আর সেদিক বজায় রাখতে গেলে বর্তমানে মন্ত্রী থাকা ফিরহাদ হাকিম মেয়র হতে পারবেন না। তাহলে তিনি যদি মেয়র না হন, তবে তার জায়গায় কলকাতা পৌরসভা যদি তৃণমূল কংগ্রেস দখল করে, তাহলে কে হবে মেয়র, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এর মাঝেই একটি নাম ঘিরে গুঞ্জন ক্রমশ বাড়ছে। বিশেষ সূত্র মারফত খবর, এবার কলকাতা পৌরসভার মেয়র হিসেবে দেখা যেতে পারে কিছুদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে যুক্ত হওয়া বিশিষ্ট গায়ক বাবুল সুপ্রিয়কে। যাকে ঘিরে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পছন্দের বলে পরিচিত এই বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নিজের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিয়ে স্বাগত জানিয়েছিলেন। আর তারপর থেকেই মনে করা হয়েছিল যে, অর্পিতা ঘোষের ছেড়ে দেওয়ার সাংসদ পদ হয়ত বা বাবুল সুপ্রিয়র জন্য বেছে রাখা হয়েছে। কিন্তু তাকে সেই জায়গায় প্রার্থী করা হয়নি। বরঞ্চ, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে বাবুল সুপ্রিয়কে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। তাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না তৃণমূল, এমনটাও দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। তবে তৃণমূল কংগ্রেস যে বাবুল সুপ্রিয়ের জন্য অন্য কিছু তুলে রেখেছে, সেই ব্যাপারেও জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। তাহলে কি এবার বাবুল সুপ্রিয় জায়গা করে নিতে চলেছেন কলকাতা পৌরসভার শীর্ষ পদে! তিনিই কি হতে চলেছেন কলকাতা পৌরসভার পরবর্তী মহানাগরিক? সম্ভাবনা এবং জল্পনায় কার্যত দ্বিধাবিভক্ত তৃণমূল শিবির। সব মিলিয়ে এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে পাকাপাকি কোনো ঘোষণা করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!