এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগের দিন হলফনামায় তথ্য গোপনের বড়সড় অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে, তীব্র অস্বস্তিতে শাসক শিবির

ভোটের আগের দিন হলফনামায় তথ্য গোপনের বড়সড় অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে, তীব্র অস্বস্তিতে শাসক শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বাদে কাল যখন ভোট, তখন তৃণমূল প্রার্থীকে ঘিরে বড়সড় অভিযোগ। বিগত কয়েক দিন যাবত খেজুরির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন কথা শোনা যাচ্ছে। এমনকি প্রার্থীর চরিত্র নিয়ে বিভিন্ন ঘটনা সামনে আসছে। একাধিক নারী আসক্তির কথা যেমন উঠে এসেছে, তেমনি স্ত্রীর ওপর মানসিক অত্যাচারের কথাও সামনে এসেছে। আর এবার আরও বড় অভিযোগ এল সামনে। খেজুরির তৃণমূল প্রার্থী হলেন পার্থপ্রতিম দাস। আগামীকাল অর্থাৎ প্রথম দফায় নির্বাচনী তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরি। এই আসনে জোরদার লড়াই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু ঠিক এই অবস্থায় ভোটের আগের দিন পার্থপ্রতিম দাসের প্রথম স্ত্রী অভিযোগ জানালেন, ডিভোর্স না করেই খেজুরির তৃণমূল প্রার্থী দ্বিতীয় বিবাহ করেছেন। এবং সেটি হলফনামায় তিনি উল্লেখ করেননি। যথারীতি পার্থপ্রতিমের প্রার্থী পদ বাতিল করার দাবী জানিয়েছেন প্রথম স্ত্রী লিপিকা দেবী। খুব স্বাভাবিকভাবেই ভোটের আগের দিন এ ধরনের একটি ঘটনা সামনে আসায় তীব্র অস্বস্তিতে তৃণমূল শিবির। পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার দায়িত্বে রয়েছেন পার্থপ্রতিম দাস। কিছুদিন আগেও পার্থপ্রতিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তাঁর প্রথমা স্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, হলফনামায় ভুল তথ্য দিয়েছেন পার্থপ্রতিম দাস। তিনি গোপন করেছেন তাঁর দ্বিতীয় বিবাহ। এমনকি হলফনামায় পার্থপ্রতিম দাস সঠিক সম্পত্তির উল্লেখ করেননি বলে অভিযোগ জানিয়েছেন লিপিকা দেবী। এই নিয়ে তিনি হাইকোর্টে একটি মামলা করেছেন বলে জানা গেছে। খুব স্বাভাবিকভাবেই কালকে ভোট, আর আজকে এ ধরনের ঘটনা সামনে আসায় বিড়ম্বনার মুখে খেজুরির তৃণমূল প্রার্থী। তবে পার্থপ্রতিমের মনোনয়ন পেশ করার পরেই তাঁর প্রথম স্ত্রী লিপিকা দেবী নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছিলেন।

কিন্তু সেক্ষেত্রে কোনো লাভ হয়নি বলে জানা গিয়েছে। আর তাই লিপিকা দেবী আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে এবারের নির্বাচনে শুধুমাত্র খেজুরির প্রার্থী নয়, শাসক বিরোধী উভয় দলেরই বেশকিছু প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, খেজুরির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ভোটের আগের দিন সামনে আসায় তা নিয়ে বড়োসড়ো বিপদে পড়তে পারে তৃণমূল শিবির। অন্যদিকে ভোটদাতাদের মনের ওপরেও এ ধরনের ঘটনার বিরূপ প্রভাব ফেলার আশঙ্কাকে দূরে সরিয়ে রাখা যাচ্ছে না।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!