এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগের দিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাক জঙ্গলমহলের তৃণমূল হেভিওয়েটকে, তীব্র জল্পনা

ভোটের আগের দিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাক জঙ্গলমহলের তৃণমূল হেভিওয়েটকে, তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই শুরু রাজ্যের প্রথম দফার নির্বাচন। আর প্রথম দফার নির্বাচনের তালিকায় রয়েছে জঙ্গলমহল। একুশের ভোটের আগে তৃণমূল নেত্রী জঙ্গলমহলে প্রচারের দায়িত্ব দিয়েছেন একসময়ের জঙ্গলমহলের একচ্ছত্র অধিপতি হিসেবে যাকে মানা হয় সেই ছত্রধর মাহাতোকে। দীর্ঘদিন কারাবাসের পর উল্লেখযোগ্যভাবে রাজ্য সংগঠনের অন্যতম মুখ হয়ে উঠেছেন ছত্রধর। ছত্রধরকে সামনে রেখে জঙ্গলমহল পুনরুদ্ধার করতে নেমেছে রাজ্যের শাসক দল। শিয়রে যখন ভোট, ঠিক তার আগের দিন ছত্রধর মাহাতোকে পুরনো মামলার জেরে আবার ডেকে পাঠালো এনআইএ।

জানা গিয়েছে, শুক্রবার ছত্রধর মাহাতোকে এনআইএ এর কলকাতা অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, যদি ছত্রধর মাহাতো তদন্তে সাহায্য না করে, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে। প্রসঙ্গত বছর দশেক আগে জঙ্গলমহলের সিপিএম নেতা প্রবীর মাহাতোকে খুন এবং জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত এই ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতো সেসময় জঙ্গলমহলের জনসাধারণ কমিটির নেতা হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, ছত্রধর মাহাতোর কেসে সম্প্রতি এনআইএ অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার ছত্রধরকে জেরা করতে চেয়েছিলেন এনআইএ আধিকারিকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত বাইশে অক্টোবর এনআইএ এর বিশেষ আদালত নির্দেশ দিয়েছিল যেহেতু ঝাড়গ্রাম নিম্ন আদালত এই মামলায় ছত্রধরসহ বাকিদের জামিন মঞ্জুর করেছিল, তাই ছত্রধর মাহাতো সহ অন্যান্যদের জামিন খারিজ এর জন্য এনআইএ কে ঝাড়গ্রাম নিম্ন আদালতে গিয়ে আবেদন করতে হবে। এরপর ছত্রধরকে হেফাজতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইএ। কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে আদালতের তরফ থেকে বলা হয়েছিল, 30 এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর এনআইএ তলব করতে পারবে ছত্রধরকে। আর সেই নির্দেশ অনুযায়ী ছত্রধরকে এখনো পর্যন্ত বেশ কয়েক দফায় সংস্থার তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল। যদিও ছত্রধর কিন্তু সেই হাজিরা বিভিন্ন অজুহাতে এড়িয়ে গেছেন প্রতিবার।

কিন্তু এবার এনআইএ এর তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্পষ্ট জানানো হয়েছে, আজকে ছত্রধর যদি হাজিরা এড়িয়ে যায়, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। অন্যদিকে আগামীকাল জঙ্গলমহলে ভোট। যেহেতু জঙ্গলমহলে নির্বাচনের দায়িত্বে তৃণমূলের তরফ থেকে রয়েছে ছত্রধর মাহাতো তাই তাকে আগের দিন এনআইএ এর পক্ষ থেকে ডেকে পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই তৃণমূলের অন্দরে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এখন দেখার বরাবরের মত ছত্রধর আজকেও হাজিরা এড়ান, নাকি জঙ্গলমহলের দায়িত্ব ফেলে তড়িঘড়ি ছুটে আসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাকে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!