এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগের রাতে বিজেপি প্রার্থীর ওপর বোমা হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

ভোটের আগের রাতে বিজেপি প্রার্থীর ওপর বোমা হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট চলেছে রাজ্যের ষষ্ঠ দফার বিধানসভা নির্বাচন। এই দফাতেই নির্বাচন হতে চলেছে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায়। তার মধ্যে অন্যতম হলো খড়দা বিধানসভা কেন্দ্র। এই খড়দা বিধানসভা কেন্দ্র থেকেই এবারের বিজেপি প্রার্থী হয়েছেন শীলভদ্র দত্ত। কিছুদিন আগেই তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন। এবার এই শীলভদ্র দত্তের ওপরেই হামলার ঘটনা ঘটলো। জানা গিয়েছে, এদিন বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি বলে দাবি করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় খড়দা বিধানসভার বন্দিপুর বড়বাগান এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চা খাচ্ছিলেন শীলভদ্র দত্ত। সে সময় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। কোনরকমে শীলভদ্র দত্ত বোমার আঘাত এড়ান বলে খবর। কিন্তু তাঁর গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এরপরেই তাঁর দেহরক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান ওই এলাকা থেকে। বোমাবাজির পর ঐ এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনার পর বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি যখন চা খাচ্ছিলেন রাস্তার ধারে, তখন তাঁর গাড়িতে পেছন থেকে বোমা ছোঁড়া হয়। পাশাপাশি তিনি এদিন দাবি করেন, ভোটের আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার জন্যই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে। তবে তিনি দাবি করেছেন আত্মবিশ্বাসের সাথে খড়দা অঞ্চলে জয় তাঁর অর্থাৎ বিজেপির হবে।

তবে শাসকদলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং তাঁদের পক্ষ থেকে পাল্টা বিজেপি শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ষষ্ঠ দফার নির্বাচনের আগে যে ঘটনা ঘটলো, তাতে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর ব্যাপকহারে যে বৃদ্ধি পাবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচনে নতুন কোন অশান্তির সৃষ্টি করে, সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!