এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ভোটের আগের রাতে হামলা বিজেপি নেতার বাড়িতে, অস্বস্তিতে তৃণমূল!

ভোটের আগের রাতে হামলা বিজেপি নেতার বাড়িতে, অস্বস্তিতে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চতুর্থ দফার নির্বাচনকে কেন্দ্র করেও উত্তেজনা অব্যহত বাংলায়। নির্বাচন শুরু হওয়ার আগের রাতেই এবার বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনায় নাম জড়ালো তৃণমূল কংগ্রেসের। যেখানে বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে ইটবৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কসবা বিধানসভা এলাকায়।

সূত্রের খবর, আজ চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে। কিন্তু তার আগেই শুক্রবার রাতে কসবার বিজেপি নেতার বাড়িতে হামলা করা হয়েছে। যেখানে রাত একটার দিকে বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে ইট ছোড়া হয়েছে বলে অভিযোগ। যে ইটের আঘাতে সেই বিজেপি নেতার জানলার কাঁচ ভেঙে দিয়েছে। পাশাপাশি সেই বিজেপি নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল এখন থেকে হামলার রাস্তা বেছে নিয়েছে। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও, এখনও পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, তৃতীয় দফার নির্বাচন থেকেই রাজ্য অশান্তি শুরু হয়েছিল। আর চতুর্থ দফার নির্বাচনের আগের রাতে যেভাবে বিজেপি নেতার বাড়িতে হামলা করা হল বলে অভিযোগ উঠেছে, তাতে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এখন গোটা বিষয়কে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে যে রাস্তায় নামবে গেরুয়া শিবির, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!