এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের আগে জনমুখী প্রকল্পে ব্যাপক সাড়া! জয়ের ব্যাপারে আশা বাড়ছে তৃণমূলের, বাস্তব কি বলছে?

ভোটের আগে জনমুখী প্রকল্পে ব্যাপক সাড়া! জয়ের ব্যাপারে আশা বাড়ছে তৃণমূলের, বাস্তব কি বলছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উন্নয়নকে সামনে রেখেই যে লড়াই করবে, তা বলাই যায়। কিন্তু তৃণমূল উন্নয়নকে সামনে রেখে জনতার কাছে গেলেও, একদিকে বিজেপির উত্থান এবং অন্যদিকে কংগ্রেসের শক্ত ঘাঁটিতে কি অংক দাঁড়াবে, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু করে দিয়েছে বিশেষজ্ঞরা। গত 2016 সালের বিধানসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুর আসনটি কংগ্রেস দখল করেছিল। কিন্তু গত লোকসভা নির্বাচনে সেখানে তাদের ভোট অনেকটাই কমেছে।

যেখানে উন্নয়নকে সামনে রেখে প্রচার করার সুবাদে অনেকটাই ভোট বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের। তাই এই পরিস্থিতিতে তৃণমূল যে আবার আগামী বিধানসভা নির্বাচনের এই এলাকার উন্নয়নের হাতিয়ার করেই লড়াই করবে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত সকলে। তবে তৃণমূলের পক্ষ থেকে উন্নয়নের কথা বলা হলেও, বাস্তব চিত্র কি! এখন তা নিয়ে রীতিমতো বিচার-বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে।

বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এখানে রাস্তাঘাটের একটা সমস্যা ছিল। কিন্তু পথশ্রী প্রকল্পের মাধ্যমে সেই সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। এছাড়া দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হয়েছেন বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা। তবে শিক্ষাব্যবস্থা নিয়ে যে কিছুটা হলেও সমস্যা রয়েছে, তা সাধারন মানুষের সঙ্গে কথা বলেই জানতে পারা যায়।

এদিন এই প্রসঙ্গে হরিশচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মফিজউদ্দিন আহমেদ বলেন, “হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় মাত্র চারটি উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ রয়েছে। সেগুলোর কিছু কিছু ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকে 13 টি উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা রয়েছে। তার মধ্যে মাত্র একটি স্কুলে বিজ্ঞান বিভাগ রয়েছে। ফলে মাধ্যমিক পাশ করে মেধাবী পড়ুয়াদের বিজ্ঞান নিয়ে পড়তে মহকুমার সদর বা জেলা সদরে যেতে হয়। হরিশ্চন্দ্রপুর দুই ব্লকে কোনো কলেজ নেই।” এদিকে স্বাস্থ্যব্যবস্থা নিয়েও কিছুটা অসুবিধার সম্মুখীন সাধারণ বাসিন্দারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের সদরে একটি গ্রামীণ হাসপাতাল রয়েছে তবে চিকিৎসা পরিষেবা সেখানে খুব একটা ভালো নয়। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস উন্নয়নের মধ্যে দিয়ে এবারের নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করলেও, বেশ কিছু ক্ষেত্রে যে এখনও পর্যন্ত সঠিকভাবে উন্নয়ন পৌঁছয়নি, তা সাধারন মানুষের কথাতেই কার্যত স্পষ্ট। তবে যে পরিমাণ উন্নয়ন মানুষের কাছে পৌঁছে গেছে, তাতে একাংশ অবশ্য অত্যন্ত খুশি। যার ফলে এই বিধানসভা নির্বাচনে এবার কোন দল ভালো ফল করবে, তা নিয়ে রীতিমত সন্দিহান বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম বলেন, “সারা বছর আমরা এলাকার মানুষের পাশে রয়েছি। মানুষ আবার কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করবে। তৃণমূল মানুষকে ভাওতা দিয়েছে।” অন্যদিকে এই ব্যাপারে ফরওয়ার্ড ব্লক নেতা রফিকুল আলমের মুখেও শোনা গেছে একই কথা। তবে বিরোধীদের এই সমস্ত অভিযোগকে মানতে নারাজ তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা তজমুল হোসেন বলেন, “এবারের নির্বাচন উন্নয়নের ওপর হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাড়ি বাড়ি তৃণমূল সরকারের উন্নয়ন পৌঁছে গিয়েছে।” তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যদি উন্নয়নের উপর ভিত্তি করে এবারের নির্বাচন হয়, তাহলে তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনের মত এখানে ফায়দা তুলে নিতে পারে। সেদিক থেকে বিরোধীরা এখানে কতটা তৃণমূলের ওপর চাপ বাড়িয়ে ভালো ফল করতে পারবে, সেটা অবশ্যই লক্ষণীয় বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!