এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটের বাংলায় ভয়াবহ করোনা, কমিশনকে চিঠি অধীরের!

ভোটের বাংলায় ভয়াবহ করোনা, কমিশনকে চিঠি অধীরের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক বছর আগেকার স্মৃতি কি আবার ফিরে আসবে? আবার কি শুরু হবে লকডাউন! এখন এই সমস্ত প্রশ্ন তৈরি হয়েছে গোটা দেশজুড়ে। হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে বিন্দুমাত্র করোনা ভাইরাস আটকানোর জন্য কোনোরকম বিধি মানতে দেখা যাচ্ছে না সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা-নেত্রীদের।

যার ফলে মিটিং-মিছিল হওয়ার কারণে সেই করোনা ভাইরাস আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে যাতে ভয়াবহ এই ভাইরাস মারাত্মক আকার ধারণ না করে, তার জন্য এবার নির্বাচন কমিশনকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে নির্বাচন কমিশনকে একটি চিঠি দেন অধীর চৌধুরী। যেখানে নিজের লেখা চিঠিতে তিনি জানান, মিটিং মিছিল করার সময় যাতে করোনা ভাইরাসকে প্রতিহত করার জন্য সমস্ত রকম বিধি পালন করা হয়। শুধু তাই নয়, ইতিমধ্যেই একাধিক রাজ্যে আংশিক লকডাউন বা নাইট কার্ফুর মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিক থেকে ভোটমুখী বাংলায় যাতে করোনা ভাইরাসকে আটকানোর জন্য এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তার জন্য নিজের চিঠিতে আবেদন জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময় অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে তৃণমূল থেকে শুরু করে বিজেপি, সকল রাজনৈতিক দল ক্ষমতা দখলের জন্য ভোট প্রচারে মশগুল হয়ে উঠেছে এবং বিন্দুমাত্র করোনা ভাইরাসের বিধি মানছে না বলে অভিযোগ উঠেছে, সেখানে অধীর রঞ্জন চৌধুরী রাজনৈতিক প্রচারে যাতে মানুষের প্রাণ এবং জীবন সুস্থ থাকে, তার জন্য করোনা ভাইরাসের কথা তুলে ধরে কমিশনকে আর্জি জানালেন। যা ভোটের মরসুমে অধীর রঞ্জন চৌধুরীর এই ধরনের আর্জি জনতার কাছে তাকে কিছুটা হলেও ব্যতিক্রমী হিসেবে তুলে ধরবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, করোনা ভাইরাস যখন বাড়তে শুরু করেছে, তখন লকডাউনের মত আবহ তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতিতে কিছুদিন আগেই ভোটকে বন্ধ করে কোনোভাবেই লকডাউন করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই লকডাউন করা হচ্ছে না।

আর এই পরিস্থিতিতে তৈরি হয়েছে সমস্যা। ভোটের মধ্যে দুই রাজনৈতিক দলের লড়াই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে গোটা বাংলাজুড়ে। আর তার মাঝেই মানুষের জীবনের কথা মাথায় রেখে করোনা ভাইরাস নিয়ে যাতে সচেতনতা বজায় থাকে, তার জন্য কমিশনের কাছে আবেদন জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!