এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট বড় বালাই, নেত্রীর ঘোষণাতেই পুকুরে নামতে হলো রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে? জোর জল্পনা

ভোট বড় বালাই, নেত্রীর ঘোষণাতেই পুকুরে নামতে হলো রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে? জোর জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট বড় বালাই। ভোটের ঘন্টা বেজে উঠতেই দলনেত্রীর কড়া নির্দেশ এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী বিধায়কদের সর্বদা টানটান মুহূর্তের মধ্যে দিয়ে যেতে বাধ্য করছে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। জনসংযোগ বুদ্ধি করতে তাই উঠে পড়ে লেগেছে এবার রাজ্যের শাসক মহল। এই অবস্থায় এবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে দেখা গেল সম্পূর্ণ অন্য ভূমিকায়। এলাকার পুকুরের কচুরিপানা সাফ করতে জলে নামতে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন।

অন্যদিকে রাজ্যের মন্ত্রীকে এইভাবে পুকুরে নামতে দেখে খুব স্বাভাবিক ভাবেই তাঁকে ঘিরে পুকুরপাড়ে ভিড় তৈরি হয়ে যায়। সম্প্রতি পূর্বস্থলীর বাঁশদহ বিলে প্রচুর পরিমাণে কচুরিপানা জমা হয়। মন্ত্রী স্বপন দেবনাথ বহুদিন এ ব্যাপারটি লক্ষ্য করেন বলে জানা যায়। এবং তারপর এদিন রীতিমতো ফতুয়া, লুঙ্গি পড়ে গলায় গামছা দিয়ে রীতিমত জনমজুরের বেশে মুখে মাস্ক এবং দুই হাতে গ্লাভস পরে নেমে পড়েন পুকুরে। এরপর নিজের হাতে পুকুরের কচুরিপানা পরিষ্কার করে দিলেন তিনি।

এই দৃশ্য স্বাভাবিকভাবেই একটু অন্যরকম বলে মনে করা হচ্ছে। যার ফলে মানুষের মধ্যে কৌতূহল জন্মেছে বেশি। অবশ্য এই ঘটনা প্রসঙ্গে স্বপনবাবু জানিয়েছেন, কচুরিপানার জন্য স্নানের সমস্যা হয়, মশার উপদ্রব বাড়ে, মাছ চাষ ভালো হয় না। তাই তিনি সাফাই অভিযান করলেন এদিন। অন্যদিকে মন্ত্রী স্বপন দেবনাথকে এই কাজে সহযোগিতা করেন জেলার প্রকৃতি ও পশু প্রেমী সংগঠন। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ প্রথমে বাঁশদহ বিলের  জল পরিষ্কার করেন আর তারপর তিনি ফরিদপুর পাড়ার স্নানের ঘাটে যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানেও কচুরিপানা সাফাই করেন তিনি। এ প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, প্রতি রবিবার এলাকার জঙ্গল সাফাই এর কাজ চলবে। ইতিমধ্যে তিনি যে বিলের পাড়ে 310 টি সুপারি গাছ লাগিয়েছেন সে কথাও উল্লেখ করেন। অন্যদিকে জানা গেছে, প্রায় এক বছর ধরে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এলাকার জঙ্গল সাফাই চলছে। সেই অনুযায়ী রবিবার সকাল থেকেই শুরু হয় এলাকার জঙ্গল সাফাই অভিযান। রবিবার মন্ত্রীর উদ্যোগে জঙ্গল সাফাই অভিযান ছাড়াও কোন কোন জায়গায় বনসৃজন চলে বলে জানা গেছে।

বনসৃজনের কাজে সাহায্য করার জন্য শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে প্রচুর ভেষজ চারা গাছ লাগানো হয়েছে বলে জানা গেছে। আবার নিজের হাতেই তিনি এলাকার জঙ্গল পরিষ্কার করেন বলেও খবর। তবে তার সঙ্গে জেলার প্রকৃতি ও পশুপ্রেমী সংগঠনের সদস্যরাও যথাযথ ভূমিকা পালন করেন বলে জানা গেছে। অন্যদিকে মন্ত্রী স্বপন দেবনাথ এর জঙ্গল সাফাই অভিযান ঘিরে বিরোধীদের মত, পুরোটাই রাজনৈতিক গিমিক।

ভোটের বাজারে নিজেদের তুলে ধরতে এ ধরনের কাজকর্ম শাসক দলকে করতে হচ্ছে বলে দাবি করেন বিরোধীরা। অন্যদিকে বিশেষজ্ঞদের মত, 2021 বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে জনসংযোগের কথা মাথায় রেখেই যেভাবে এলাকায় জঙ্গল সাফাই অভিযান এর মধ্য দিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ কাজ করছেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য। তবে শুধুমাত্র জঙ্গল সাফাই অভিযান এর মধ্য দিয়ে আগামী দিনের মসনদ দখল করা যাবে কিনা সে বিষয়ে অবশ্য সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!