এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভোটের দিন ঘোষণা কবে হবে? কমিশন দিল ইঙ্গিত

ভোটের দিন ঘোষণা কবে হবে? কমিশন দিল ইঙ্গিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বাংলার মসনদ দখলের লড়াই। এখনো পর্যন্ত অবশ্য নির্বাচন কমিশন কোন তারিখ ঘোষণা করেনি। কিন্তু বাংলার রাজনৈতিক দলগুলির পাল্লা দিয়ে বাড়ছে প্রচার। তৃণমূল, বিজেপির পাশাপাশি আসরে নেমেছে এবার বাম-কংগ্রেস জোট। রীতিমতো একুশের বিধানসভা নির্বাচন নিয়ে জমজমাট পরিস্থিতি বাংলায়। সবার এখন অপেক্ষা নির্বাচন কমিশনের দিকে। কবে দিন ঘোষণা হয় ভোটের! তবে সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সভা থেকে বলেছিলেন, আর 7-10 দিনের মধ্যে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে।

আর সেদিকেই ইঙ্গিত করে এবার নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, সরস্বতী পুজোর পরেই ঘোষণা হবে ভোটের দিনক্ষণ। সেক্ষেত্রে 16 ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। তারপর অর্থাৎ 17 কিংবা 18 তারিখে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেইসঙ্গে জানা গেছে, নির্বাচন কমিশন এবার বাংলায় ভোট গ্রহণ করতে চায় নিশ্ছিদ্র নিরাপত্তায়। তবে অন্য একটি সূত্র থেকে শোনা যাচ্ছে, 9 দফাতেও ভোটগ্রহণ হতে পারে এবার। অন্যদিকে বাংলার সাথে সাথে নির্বাচন রয়েছে তামিলনাড়ু, আসাম, পন্ডিচেরি এবং কেরলেও। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর কতটা সাহায্য পাওয়া যাবে, তা নিয়ে কমিশনের কর্তারা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরী ভিত্তিতে আলোচনা চালাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে যাতে ভোট হয় সেদিকে নজর রাখছে নির্বাচন কমিশন। আর সে কারণেই প্রয়োজন নজিরবিহীন নিরাপত্তা। তবে মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে এই মুহূর্তে সবথেকে বড় চিন্তা পশ্চিমবঙ্গকে নিয়ে। কারণ, অতীতে বাংলার নির্বাচনে ঘটেছে ব্যাপক সন্ত্রাসের ঘটনা। বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনের কথা সবার জানা। আর তাই এবার সুষ্ঠুভাবে রাজ্যে ভোট পপরিচালনা করা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি করোনা সমস্যাও রয়েছে। তাই এবছর ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশন বিশেষ সিদ্ধান্ত নিতে পারে বলে শোনা যাচ্ছে।

সূত্রের খবর, প্রার্থীদের এবার অনলাইনে মনোনয়ন পেশ করার কথা বলা হতে পারে। তাতে অনেকটাই ভিড় এড়ানো যাবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর ইতিমধ্যেই বেড়ে উঠেছে সমস্ত রাজনৈতিক দলগুলির তৎপরতা। বাংলার মসনদ কে দখল করবে, তা নির্ধারণ হওয়ার জন্য প্রয়োজন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার। তারপরেই শুরু হবে প্রার্থী তালিকা প্রকাশ। সুতরাং রাজনৈতিক দলগুলি এবার প্রার্থী নির্বাচনের হিসাব নিকাশ করতে উঠেপড়ে লেগেছে। সব মিলিয়ে নজর এখন নির্বাচন কমিশনের দিকে। কবে হতে চলেছে বাংলার ভোট পুজো  সেদিকেই নজর সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!