এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের দিনে বিজেপিকে একহাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর,একেবারে নিশ্চিহ্ন করে দেয়ার হুঁশিয়ারি

ভোটের দিনে বিজেপিকে একহাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর,একেবারে নিশ্চিহ্ন করে দেয়ার হুঁশিয়ারি


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতায় পুরভোট শুরু হতেই স্থানে স্থানে গন্ডগোল, বোমাবাজি সহ নানা অশান্তির অভিযোগ উঠেছে। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানালেন, রাজ্যের কোথাও তেমন কোন গন্ডগোল নেই। বাম জমানায় যেমন দেখা যেত সকাল থেকে বোমাবাজি হচ্ছে, তেমন কোনো কিছুই নেই।

তিনি আরও জানালেন, কিছু জায়গায় বিরোধীদের যেহেতু মুখ রক্ষা করতে হবে, তাদের নেতাদের যেহেতু অস্তিত্ব রক্ষার বিষয়ে আছে, তাই গন্ডগোল গন্ডগোল ভাব দেখানো হচ্ছে। সকালে ঠান্ডা বেশি ছিল এখন মানুষ ভোট দিচ্ছেন। তবে ভোট যদি শান্তিপূর্ণ হয় তাহলে বিজেপির অপমান। কারণ, সেক্ষেত্রে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁরা মুখ দেখাতে পারবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, মিত্র ইন্সটিটিউশনের বুথে গিয়ে ভোট দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দানের পর তিনি জানালেন, কোথাও যদি কোন অভিযোগ থাকে বা ফুটেজ থাকে তা প্রকাশ্যে আনতে, কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানালেন তিনি আশ্বস্ত করেছেন ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ ব্যবস্থা নেবে প্রশাসন। ৩৬ নম্বর ওয়ার্ডে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে বলেই, দাবি করলেন তিনি।

আবার, ভোটের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, পুরভোটে ছাপ্পা ভোট কিংবা ভোটদানে বাধা কোনোভাবেই মেনে নেয়া হবে না। এরকম কাজ করলে দল থেকে বহিষ্কার করে দেয়া হবে। কিন্তু আজ ভোটের দিন কলকাতার একাধিক বুথ থেকে হিংসা, অশান্তি, গন্ডগোল, বোমাবাজির অভিযোগ উঠেছে। কোথাও বিরোধী এজেন্টদেরকে মারধর করা, কোথাও সিসিটিভি ক্যামেরায় সাদা স্টিকার লাগিয়ে দেওয়া, ভুয়ো ভোটার, কোথাও বুথ দখলের অভিযোগ উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!