এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোটের ফল প্রকাশের পরই অস্বাভাবিক ভাবে মৃত দুই বিজেপি কর্মীর বাড়িতে পৌছালো সিবিআই

ভোটের ফল প্রকাশের পরই অস্বাভাবিক ভাবে মৃত দুই বিজেপি কর্মীর বাড়িতে পৌছালো সিবিআই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা হাইকোর্টের নির্দেশ পাবার পর ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। অস্বাভাবিক মৃত্যু, ধর্ষনের মত বিষয়গুলির তদন্ত করছে সিবিআই। যার মধ্যে অস্বাভাবিক মৃত্যুর তদন্তে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। সিবিআই এর চারটি দল রাজ্যের বিভিন্ন স্থানে তদন্ত শুরু করে দিয়েছে। এর মধ্যেই ভোট পরবর্তী হিংসা নিয়ে ৭ টি এফআইআর করেছে সিবিআই। আজ সিবিআই এর একটি দল নদীয়াতে পৌঁছায়। সেখানে দুজন বিজেপি কর্মীর বাড়ি গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন সিবিআই আধিকারিকেরা।

নদিয়ার কৃষ্ণনগরের মণীন্দ্র পল্লীর বাসিন্দা পলাশ মন্ডল যিনি বিজেপি কর্মী বলে পরিচিত ছিলেন। গত ১৪ ই জুন সকালে বাড়ির সামনেই তাঁকে হত্যা করার অভিযোগ ওঠে। সেই সঙ্গে তার বাড়িতে ভাংচুরের অভিযোগ ওঠে। তার স্ত্রী শেফালী মন্ডল অভিযোগ করেছিলেন যে, তাঁর স্বামী বিজেপি করতেন বলেই তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এর সঙ্গে সঙ্গে ভাঙচুর চালানো হয় তাদের বাড়িঘরে। তাদের অভিযোগ পাওয়ার পর সিবিআইয়ের একটি দল তাদের বাড়িতে পৌঁছায়। বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ যেমন করেন, তেমনি সাক্ষাৎ করে এলাকার স্থানীয় মানুষের সঙ্গেও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার নদীয়া চাপড়ার হৃদয়পুরের বাসিন্দা ধর্ম মন্ডলকে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৪ ই মে একাধিক দুষ্কৃতীরা বাড়িতে উপস্থিত হয়। সেখানে হামলা চালায়। প্রবল মারধর করা হয় তাঁকে। এরপর তাকে গ্রামীণ হাসপাতাল পাঠানো হয়েছিল। পরে পাঠানো হয় জেলা হাসপাতালে। তারপর কলকাতার এনআরএস মেডিকেল কলেজে তাঁকে আনা হয়েছিল। তবে, তিনদিনের মধ্যেই তার মৃত্যু হয়।

পরে এই ঘটনায় ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করে। তবে, তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এই ঘটনার মূল চক্রি হল পঞ্চায়েত সদস্য কালু শেখ। যদিও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। এরপর সিবিআই তদন্তের দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। এরপর আজ তাঁর বাড়িতে উপস্থিত হয়েছিলেন সিবিআই এর একটি বিশেষ দল

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!