এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের ফলাফল বদলে দিল দলবদলু নেত্রীর বয়ান, বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসার প্রকাশ্য আর্জি

ভোটের ফলাফল বদলে দিল দলবদলু নেত্রীর বয়ান, বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসার প্রকাশ্য আর্জি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচন যখন শিয়রে, ঠিক তখনই তৃণমূল ভেঙে এক ঝাঁক নেতা-নেত্রী গিয়ে যোগ দেন গেরুয়া শিবিরে। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালী গুহ। মূলত টিকিট না পেয়ে অভিমানে যে তিনি গেরুয়া শিবিরে গিয়েছেন সে কথাও জানান তিনি। কিন্তু ভোটের আগে গেরুয়া শিবিরে গেলেও সেখানকার প্রার্থী তালিকায় কিন্তু স্থান পাননি সোনালী গুহ। আর এবার সোনালী গুহর বিস্ফোরক বয়ান সামনে এলো। তিনি একেবারে প্রকাশ্যে জানিয়েছেন, তিনি তৃণমূলে ফিরতে চান। এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি টুইট করে তৃণমূলে ফেরার আবেদন রেখেছেন সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক।

এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি টুইট করে ক্ষমাও চাইলেন। আর এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সোনালী গুহ স্পষ্টভাষায় জানিয়েছেন তিনি অত্যন্ত আবেগপূর্ণ হয়ে একসময় চরম ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু গেরুয়া শিবিরে তিনি যে মোটেই নিজেকে মানিয়ে নিতে পারছেন না সেকথা জানান। আর তাই তিনি দিদির কাছে ক্ষমা চেয়ে আবারও তৃণমূলে ফিরতে চাইছেন। বিজেপিতে তিনি যে আর থাকতে ইচ্ছুক নন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃতীয় বার ক্ষমতায় আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছিলেন, ফিরতে চাইলে যে কেউ ফিরতে পারে। তাই বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রত্যাবর্তন হলেও দলে সোনালী গুহর প্রত্যাবর্তন নিয়ে কিন্তু আশা থাকছে। সাতগাছিয়ার বেশ কয়েকবারের বিধায়ক হলেন সোনালী গুহ। কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় রাখেননি তাঁকে। এবং কারণ হিসেবে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, অসুস্থতার কারণেই তিনি সোনালীকে প্রার্থী করেননি।

যদিও তৃণমূল নেত্রীর এই কারণ মোটেই পছন্দ হয়নি সেসময় সোনালী গুহর। তিনি রাতারাতি বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু ভোট মিটে যাওয়ার পরেই তার গলায় অন্য সুর। তবে বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবিরে প্রার্থী তালিকায় স্থান না পাওয়া এবং বিপুল ভোটে তৃণমূলের ক্ষমতায় ফিরে আসায় সোনালী গুহ নিজের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছেন। খোলা চিঠি লিখে তিনি যেভাবে তৃণমূল নেত্রীর কাছে ক্ষমা চাইলেন, তাতে কিন্তু গেরুয়া শিবিরের ভাঙনের সুর স্পষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!