এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ভোটের লড়াই শেষ, কি বলছে বুথফেরত সমীক্ষা? কে বসবে বাংলার সিংহাসনে?

ভোটের লড়াই শেষ, কি বলছে বুথফেরত সমীক্ষা? কে বসবে বাংলার সিংহাসনে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট তো শেষ। এবার পালা বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন, তা দেখার। খুব স্বাভাবিকভাবেই প্রতিটি রাজনৈতিক দলই চাইছে রাজ্য শাসনের ভার তাঁদের হাতে উঠে আসুক। কিন্তু মানুষই বলেছে শেষ কথা আর মানুষের মতামত ইভিএম বন্দী। আর সেই অনুযায়ী এবার বাংলার নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে শুরু হয়ে গিয়েছে এক্সিট পোল। 2 রা মে রাজ্যশাসনের ভার কার হাতে উঠতে চলেছে, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। তবে বুথ ফেরত সমীক্ষায় যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা কিন্তু তৃণমূল শিবিরকে খুশি করবে। পাশাপাশি তৃণমূল সমর্থকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।

অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা থেকেই উঠে আসছে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় ফিরছে বাংলার মেয়ে মমতা ব্যানার্জি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস আবারও চালকের আসনে বসতে চলেছে আগামী পাঁচ বছরের জন্য। তবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূলের সাথে গেরুয়া শিবিরের। গেরুয়া শিবির আসন সংখ্যা বাড়াতে পারলেও তৃণমূলকে এই মুহূর্তে গদিচ্যুত করতে পারছেনা। অন্যদিকে বাম, কংগ্রেস,  আইএসএফ জোট কার্যত লড়াইতে টিকে থাকতে পারবেনা বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, রাজ্যের শাসকদল তৃণমূল কিন্তু 200 আসন পার করতে পারছেনা। তার অনেক আগেই তাঁদের থামতে হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোথাও দেখা যাচ্ছে তৃণমূল 152 থেকে 164, আবার কোথাও দেখা যাচ্ছে 138 থেকে 148। মোটামুটি 176 এর ঘরে গিয়েই তৃণমূল আটকেছে। অন্যদিকে দেখা যাচ্ছে, বিজেপি গতবারের থেকে আসন সংখ্যা প্রচুর বাড়িয়ে নিয়েছে। গেরুয়া শিবিরের আসন সংখ্যা নিয়ে কেউ বলছে 109 থেকে 121, আবার কেউ বলছে 112 থেকে 132। সব মিলিয়ে বিজেপি 100 অতিক্রম করে যাচ্ছে। যা পিকের চ্যালেঞ্জকে হারিয়ে দিচ্ছে। তবে সমীক্ষা অনুযায়ী এ রাজ্যে যদি বিজেপির এই রেজাল্ট হয়, তাহলে গেরুয়া শিবির কিন্তু তাঁদের শক্তিকে আরো বাড়িয়ে নেবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে সংযুক্ত মোর্চা বেশিরভাগ সমীক্ষায় 10 থেকে 20 এর মধ্যেই আটকে রয়েছে। তবে সবশেষে বলা যায়, ইভিএম এই আসল ম্যাজিক লুকিয়ে আছে। এক্সিট পোল বা বুথ ফেরৎ সমীক্ষা যে ভোটের ফলাফল কে প্রভাবিত করবেই, এমন কোন নিশ্চয়তা নেই। অতীতে বহুবার দেখা গেছে এক্সিট পোলের ফলাফলকে পালটে দিয়ে আসল ফলাফল পুরো অন্যরকম হয়েছে। তবে উত্তেজনা এখন প্রবল আকার নিয়েছে। সবার নজর এখন টিকে রয়েছে 2 রা মের দিকে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে বাংলার শাসনভার, নিশ্চিতভাবে সে কথা জানা যাবে সেদিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!