এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ভোটের মাঝেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হেভিওয়েট প্রার্থীর, জেনে নিন

ভোটের মাঝেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হেভিওয়েট প্রার্থীর, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার নির্বাচনকে কেন্দ্র করে যখন লড়াই জমে উঠেছে, তখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। নির্বাচনী প্রচার থেকে শুরু করে মিটিং-মিছিল কোনো কিছুতেই করোনা বিধি না মানার কারণে দিনকে দিন সেই ভাইরাস বাংলায় বাড়তে শুরু করে।

রাজনৈতিক নেতা-নেত্রীদের সচেতন হওয়ার কথা বলা হলেও, বিন্দুমাত্র সচেতনতা পালন করতে দেখা যায়নি। আর এই পরিস্থিতিতে হঠাৎ করেই করোনা ভাইরাসে আক্রান্ত হন এই কংগ্রেস প্রার্থী। বুধবার রাতে তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এখন শোকের পরিবেশ তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত দুদিন ধরেই অসুস্থ ছিলেন সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। প্রথমে তার করোনা পরীক্ষা হলে বুধবার সেই রিপোর্ট পজেটিভ আসে। আর তারপরই তাকে জঙ্গিপুরের বসুমতি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকার কারণে অবস্থা ক্রমেই অবনতি হতে শুরু করে রেজাউলবাবুর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে বুধবার রাতে জঙ্গিপুর থেকে তাকে কলকাতায় নিয়ে আসা হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই কংগ্রেস প্রার্থীকে। কিন্তু বৃহস্পতিবার সকাল পাঁচটার সময় মৃত্যু হয় তার। স্বাভাবিক ভাবেই ভোটের ময়দানে কংগ্রেস প্রার্থীর এই মৃত্যু করোনা নিয়ে যে নয়া সচেতনতা জারি করল, তা বলার অপেক্ষা রাখে না।

বলা বাহুল্য, করোনা আক্রান্ত হয়ে রাজ্যে এই প্রথম কোনো প্রার্থীর মৃত্যু হল। যা সত্যিই দুর্ভাগ্যজনক। আগামী 26 এপ্রিল সপ্তম দফায় সামশেরগঞ্জ বিধানসভার নির্বাচন রয়েছে। কিন্তু তার আগেই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!