এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভোটের মধ্যে বাড়ছে করোনা, “মানুষকে বিচার করতে দিন” তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির!

ভোটের মধ্যে বাড়ছে করোনা, “মানুষকে বিচার করতে দিন” তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের মধ্যে দেশে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে নির্বাচন চলাকালীন অবাধে প্রচার এবং মিটিং-মিছিল চলার কারণে অস্বস্তি ক্রমশ বাড়ছে। বারবার হাইকোর্ট থেকে শুরু করে কমিশনের পক্ষ থেকে নির্বাচনী প্রচারের পাশাপাশি করোনা বিধি যাতে মানা হয়, তার জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হচ্ছে না। আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রান্ত মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

সূত্রের খবর, আজ করোনা সংক্রান্ত মামলায় একটি শুনানি অনুষ্ঠিত হয়। আর সেখানেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, “ভোটের দিন ঘোষণার পর থেকে যথেষ্ট সভা হয়েছে। এবার মানুষকে বিচার করতে দিন।” অর্থাৎ প্রধান বিচারপতি এই মন্তব্য করে বুঝিয়ে দিলেন, সভা-সমিতি করে আর লাভ নেই। এবার মানুষের উপরে গোটা ব্যাপারটি ছেড়ে দেওয়া উচিত। অর্থাৎ করোনা ভাইরাসের কারণে রাজনৈতিক দলগুলোকে সভা-সমিতি করার কথা কম করে বলা হলেও তারা সেই সমস্ত কথা না মানার কারণেই যে প্রধান বিচারপতি এই মন্তব্য করলেন, তা বলাই যায়।

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

বিশ্লেষকদের একাংশ বলছেন, দিনকে দিন ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। ইতিমধ্যেই হাইকোর্টের পক্ষ থেকে একবার সতর্কবার্তা জারি করা হয়েছিল। কিন্তু তার পরেও রাজনৈতিক দলগুলো তাদের প্রচার প্রক্রিয়া সংক্ষিপ্ত না করায় প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের মধ্যে ভয়াবহ এই ভাইরাসটি আটকাতে এই রকম মন্তব্য করলেন প্রধান বিচারপতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!