এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ভোটের মধ্যেই খুনের হুমকি, আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মী! জোর চাঞ্চল্য!

ভোটের মধ্যেই খুনের হুমকি, আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মী! জোর চাঞ্চল্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মোটের ওপর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে শান্তিপূর্ণ বলা যায় না। একেবারে সবকিছুতে দখল দারি করতে গিয়ে তৃণমূল কংগ্রেস বিরোধীদের শাসানি থেকে শুরু করে তাদের বাড়িতে হামলা পর্যন্ত করেছে। আর এবার ভোট চলাকালীন বিজেপির এক পোলিং এজেন্টকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। যে কারণে রীতিমত বুথ ছেড়ে বাড়িতে না থেকে অন্য কোথাও আশ্রয় নিয়েছেন সেই বিজেপি কর্মী।

সূত্রের খবর, এদিন বাগদা বিধানসভা কেন্দ্রের সাগরপুর এলাকায় একটি বুথে বিজেপির পোলিং এজেন্ট হিসেবে বসেন সাধারণ বিশ্বাস নামে এক ব্যক্তি। অভিযোগ, তাকে খুনের হুমকি দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। এমনকি তার পরিবারে হামলা পর্যন্ত চালানো হয়। তাই বাধ্য হয়েই বুথ কেন্দ্র থেকে বেরিয়ে আতঙ্কিত হয়ে অন্য এক জায়গায় আশ্রয় নিয়েছেন সেই বিজেপি কর্মী। স্বভাবতই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ভোটের মরশুমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাগদা এলাকায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!