এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের মুখে আবারও রাজনৈতিক হিংসার জেরে পুড়ল বাড়ি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

ভোটের মুখে আবারও রাজনৈতিক হিংসার জেরে পুড়ল বাড়ি, অভিযোগের তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চৈত্রের উত্তাপের সাথেই বেড়ে চলেছে রাজ্যের নির্বাচনী উত্তাপ। আর কয়েক দিনের মধ্যেই রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক হিংসা, বিভিন্ন সময়ে যা সামনে আসছে। অন্যদিকে এবারের নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেদিকে কড়া নজর রেখেছে রাজ্যের নির্বাচন কমিশন।

 কিন্তু কমিশনের নজর এড়িয়ে বারবার একই ঘটনা কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে। এবার আব্বাস সিদ্দিকীর সভায় যোগ দেওয়ার কারণে গতকাল ভাঙরে এক অনুগামীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

অন্যদিকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের হাতে ইতিমধ্যেই দুজন গ্রেপ্তার হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, রবিবার বিকেলে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আব্বাস সিদ্দিকীর সভা ছিল। সেই সভায় হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

এই সভাতেই যোগ দেওয়ার জন্য ভাঙড়ের বোদরা অঞ্চল সাপা গ্রামের বাসিন্দা তথা আব্বাস অনুগামী অজিত মোল্লা এবং তার পরিবারের সবাই হাজির হয়েছিলেন। আর ওই সভাতে যাওয়ার অপরাধে তাঁর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ অজিতের পরিবারের।

এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ছুটে আসে ভাঙড় থানার পুলিশ। অভিযোগ উঠেছে,  বাড়ি পোড়ানোর জন্য অভিযোগ করতে যাওয়ার সময় অজিতমোল্লার ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে প্রথমে এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন, পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

তদন্তে নেমে ভাঙড় থানার পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে এই ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভাঙড় ব্লকের আইএসএফ সভাপতি শরিফুল ইসলাম অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, রবিবার ভাঙড়ের সভা থেকে আইএসএফ প্রধান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাঙড় বিধানসভার প্রার্থী আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সমর্থনে ভাঙ্গড় বিজয়গঞ্জ বাজারে জনসভা করেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দুই হেভিওয়েট নেতার বক্তব্য শোনার জন্য ভিড় জমে জনসভায়।

এদিনের সভা থেকে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন আব্বাস। পাশাপাশি উপস্থিত কর্মী-সমর্থকদের বলেন, ভোট দেওয়ার সময় কেউ বাধা দিলে তাকে বেঁধে রেখে দেওয়ার কথা। খুব স্বাভাবিকভাবে আব্বাস সিদ্দিকীর বক্তব্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। এই অবস্থায় ভাঙড়ে আব্বাস অনুগামীর বাড়ি পোড়ানো এবং মারধোর করায় বিতর্ক যে আরও কয়েকগুণ বাড়বে, তা বলাই বাহুল্য। ভাঙড় পুলিশের হাতে ধরা পড়েছে যে দুজন, তাঁদেরকে জেরা করে পুলিশ আসল সত্য প্রকাশের চেষ্টায়। আপাতত পুরো ঘটনার ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!