এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের মুখে বড়সড় আইনি গেরোয় হেভিওয়েট তৃণমূল নেতা তথা ঘোষিত প্রার্থী

ভোটের মুখে বড়সড় আইনি গেরোয় হেভিওয়েট তৃণমূল নেতা তথা ঘোষিত প্রার্থী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সামনেই শুরু হতে চলেছে একুশের বিধানসভা নির্বাচন- বাংলার মসনদ দখলের লড়াই। আর মনে করা হচ্ছে, এই লড়াইকে আরও উত্তেজনাময় করে তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিভিন্ন সময় শোনা যাচ্ছে বিতর্কিত কথাবার্তা। আর এবার বিতর্কিত কথা বলার জন্য শাস্তির মুখোমুখি হতে চলেছেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস। কিছুদিন আগেই বর্ধমান শহরের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালিবাড়ী এলাকার একটি সভা থেকে তৃণমূল প্রার্থী খোকন দাস রীতিমতো হুঁশিয়ারি দেন।

তাঁর হুঁশিয়ারির নিশানায় ছিলেন এলাকার বিজেপি ভোটাররা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সভা মঞ্চ থেকে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন ভোটের ফল বেরোনোর পর বিজেপিকে যারা ভোট দেবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যথারীতি এই বিতর্কিত কথা নির্বাচন কমিশনের কানে যায়। এর পরেই বর্ধমান দক্ষিণ বিধানসভার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এই ঘটনার তদন্ত করার নির্দেশ দেন বর্ধমান থানার আইসিকে। সূত্রের খবর, তদন্তের রিপোর্ট জমা পড়েছে ইতিমধ্যেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই বর্ধমান দক্ষিণ বিধানসভার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি লংঘন করার অভিযোগে মামলা দায়ের করার নির্দেশ দেন। আর তারই পরিপ্রেক্ষিতে বর্ধমান থানায় ভারতীয় দণ্ডবিধির 171 সি ধারায় তৃণমূল প্রার্থী খোকন দাসের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর। ইতিমধ্যেই থানার পক্ষ থেকে প্রসিকিউশন রিপোর্ট জমা দেওয়া হয়েছে বর্ধমানের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে।

আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তবে আইনজীবীরা জানিয়েছেন, মামলাটি জামিনযোগ্য। এর আগেও বর্ধমান উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রো নির্দিষ্ট ধারায় মামলা জারি হয়েছে। ভোটের মুখে এ ধরনের মামলা কার্যত তৃণমূল প্রার্থীদের বেশ কিছুটা অসুবিধার মুখে দাঁড় করাবে বলে মনে করা হচ্ছে। একই সাথে এধরনের ঘটনা সামনে আশায় ব্যাপক অস্বস্তিতে রাজ্যের শাসক দল। আপাতত তৃণমুল প্রার্থীদের আইনের হাত থেকে বাঁচাতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!