এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের মুখে বড়োসড় অস্বস্তির মুখে সংযুক্ত মোর্চা, আব্বাসের দলের জন্য দুঃসংবাদ

ভোটের মুখে বড়োসড় অস্বস্তির মুখে সংযুক্ত মোর্চা, আব্বাসের দলের জন্য দুঃসংবাদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল, বিজেপিকে কোণঠাসা করতে লড়াইয়ের ময়দানে নেমেছে সংযুক্ত মোর্চা। প্রাথমিকভাবে বাম এবং কংগ্রেস জোট বেঁধে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে ছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁদের সঙ্গে যোগ দেয় ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকী। এমনকি প্রেসক্লাব থেকে তাঁর দলের নাম ঘোষণা হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, যখন প্রথম দফা ভোটের আর দশ দিনের মতন বাকি, তখনও আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিজেদের নাম বা প্রতীক কোনটিরই রেজিস্ট্রেশন করাতে পারেনি।

ফলস্বরূপ, বাংলার নির্বাচনে আব্বাস সিদ্দিকীর প্রার্থীরা নিজেদের নাম বা প্রতীকে আর লড়তে পারবেনা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। পাশাপাশি জোটের অন্য দুই শিবিরকে চরম বিরম্বনায় ফেলেছে এই ঘটনা। সূত্রের খবর, আপাতত পরিস্থিতি সামলাতে বিহারের একটি দলের প্রতীকে এবং নামে প্রার্থী দাঁড় করাতে হচ্ছে সিদ্দিকীকে। খুব স্বাভাবিকভাবে এবার আব্বাস সিদ্দিকীর ইণ্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোন প্রতীক থাকবে না ইভিএমে। জানা যাচ্ছে, যদি আব্বাস সিদ্দিকী নির্দিষ্ট প্রতীকে বা দলের নামে না লড়তেন, তাহলে এবারের নির্বাচনে তাঁর প্রার্থীদের নির্দল হিসাবে লড়াইয়ে নামতে হতো। সেক্ষেত্রে গোটা রাজ্যে আলাদা আলাদা প্রতীক পেত তাঁর প্রার্থীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে একটি বিভ্রান্তি তৈরির প্রবল সম্ভাবনা ছিল বলে দাবী করা হচ্ছে। সেই বিভ্রান্তি এড়াতেই ঘুর পথে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হলো বলে জানা গেছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতীক হিসেবে সামনে এসেছে একটি খাম। কিন্তু জানা যাচ্ছে, এটি তাঁদের নিজস্ব কোন প্রতীক নয়। এমনকি আইএসএফ প্রার্থীরা নিজের দলের নামেও মনোনয়নপত্র পেশ করেননি। বাধ্য হয়ে বিহারের অখ্যাত একটি দল রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নাম এবং প্রতীক ধার করে এবারের বিধানসভা নির্বাচনে লড়াইতে নেমেছে আইএসএফকে। অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকীর প্রার্থীরা লড়বেন রাষ্ট্রীয় সেক্যুলার মজলিস পার্টির নামে।

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এভাবে অন্য দলের প্রতীক বা নাম আদৌ কি ব্যবহার করা যায়? সেক্ষেত্রে আইএসএফকের শীর্ষ নেতারা জানিয়েছেন, তাঁদের দলের সঙ্গে বিহারের ওই দলটির জোট রয়েছে। তাই জোটসঙ্গীর প্রতীক এবং নাম ব্যবহার করা যায়, তাতে কোনো বাধা নেই। এমনিতেই বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকীর জোট অনেকেই মেনে নিতে পারছিলেননা। তার ওপরে আব্বাস সিদ্দিকীর বিহারের কোন একটি অজানা দলের হয়ে এবারের নির্বাচনে লড়াইতে নামার কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। আপাতত দেখার, আব্বাস সিদ্দিকীর প্রার্থীরা অন্য দলের প্রতীক এবং নাম ব্যবহার করে এবারের নির্বাচনে কোনো ফারাক করতে পারেন কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!