এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের মুখে এবার আরও কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের, সরানো হল মুখ্যমন্ত্রীর কাছের ব্যক্তিকে

ভোটের মুখে এবার আরও কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের, সরানো হল মুখ্যমন্ত্রীর কাছের ব্যক্তিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে ভোটের দামামা বেজে গেছে। নির্বাচনী আবহাওয়া রীতিমত উত্তপ্ত হচ্ছে দিনকে দিন। পাশাপাশি রাজ্যে নির্বাচন যত কাছে আসছে, ততই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরপেক্ষ নির্বাচনের ইঙ্গিত দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি জাভেদ শামীমকে। আর এবার রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ ডিরেক্টর জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়া হল ডিজি বীরেন্দ্রকে।

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা যাচ্ছে। রাজ্য পুলিশের প্রধানের পদে এই মুহূর্তে এসেছেন আইপিএস নীরজনয়ন পান্ডে। প্রসঙ্গত, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ান ম্যান আর্মি হিসেবেই পরিচিত সবার কাছে। সুতরাং এহেন গুরুত্বপূর্ণ ব্যাক্তিকে রাজ্য সরকার যে ভোটের কাজে লাগাবে সে বিষয়ে নিশ্চিত ছিল বিরোধীরা। সেই অনুযায়ী কমিশনের বিরোধীরা নালিশও জানায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই নির্বাচন কমিশনের এহেন পদক্ষেপ। রাজ্য পুলিশের সর্ব্বোচ্চ পদাধিকারীকে নির্বাচন কমিশনের সরিয়ে দেওয়া ভোটের মুখে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এই রাজ্যে বিরোধীরা বরাবরই রাজ্য সরকার এবং পুলিশকে সমগোত্রীয় বলে বিবেচনা করে এসেছেন। ভোটের আগে সমস্ত বিরোধীরাই এই নিয়ে সরব হয়েছেন। এমনকি রাজ্যপাল জগদীপ ধনকরকেও বহুবার পুলিশকে নিরপেক্ষ থাকার বার্তা দিতে শোনা গেছে।

মনে করা হচ্ছে, বিরোধীদের অভিযোগকেই মান্যতা দিল নির্বাচন কমিশন ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দিয়ে। পাশাপাশি রাজ্যে এবার হিংসামুক্ত নির্বাচন করার দিকে নজর দিয়ে নির্বাচন কমিশন রীতিমতো কড়া ব্যবস্থা গ্রহণ করছে। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছের ব্যাক্তি তথা ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দিয়ে নির্বাচন কমিশন পরোক্ষে রাজ্য সরকারকে কড়া বার্তা দিল। অবশ্য এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!