এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ভোটের মুখে মতুয়া শিবিরের চাপের মুখে বিজেপি, মন রাখতে কোন সিদ্ধান্ত গেরুয়া শিবিরের?

ভোটের মুখে মতুয়া শিবিরের চাপের মুখে বিজেপি, মন রাখতে কোন সিদ্ধান্ত গেরুয়া শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশেষজ্ঞদের মতে, বরাবরই মতুয়াদের ভোট রাজনৈতিক দলগুলির কাছে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে মতুয়ারা তাঁদের ভোট দিয়ে ভরিয়ে দিয়েছিল। 2019 এর লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল কিছুটা পাল্টে গেছে সমীকরণ। মতুয়াদের অনেকেই গেরুয়া শিবিরকে ভোট দিয়ে রাজ্য রাজনীতির সামনের সারিতে নিয়ে আসে। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনের আগে মতুয়া শিবিরের অভিযোগ, মতুয়াদের নিয়ে আর বিশেষ মাথা ব্যথা নেই তৃণমূল কিংবা বিজেপি উভয়েরই। প্রসঙ্গত, এনআরসি নিয়ে এবারের বিধানসভা নির্বাচনের আগে বারংবার মতুয়াদের সামনে অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে।

আর এবার প্রার্থী করা নিয়ে মতুয়া মহাসংঘ ঠাকুরবাড়ির অন্দরে ব্যাপক ক্ষোভ। নিজেদের দাবি পূরণ না হওয়ায় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর এবং তৃণমূল সমর্থিত মতুয়া সংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর দুজনেই দুই রাজনৈতিক দলকে তোপ দেগেছেন। রবিবার দুপুরে ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তিনি সাংবাদিক সম্মেলনে ব্যাপক ক্ষোভ উগরে দেন গেরুয়া শিবিরের প্রতি এবং জানান, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছ থেকে 30 টি আসন দাবি করা হয়েছিল। কিন্তু মতুয়াদের এখনো পর্যন্ত একটি আসনও দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে।

সে ক্ষেত্রে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ব্যাপক হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন, আগামী দিনে মতুয়ারা কি সিদ্ধান্ত নেবেন তা তাঁরাই ঠিক করবেন। যদিও মঞ্জুলকৃষ্ণের সাংবাদিক সম্মেলন নিয়ে ব্যাপক কটাক্ষ করেছেন অপর মতুয়া সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। তাঁর মতে, বিজেপি এবং শান্তনু ঠাকুর দুজনেই মতুয়াদের বিভ্রান্ত করছেন। তবে তিনিও তৃণমূলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন। তাঁর দাবি, তৃণমূলের কাছে তিনিও মতুয়াদের জন্য 4-5 টি আসন চেয়েছিলেন, কিন্তু তা নামঞ্জুর হয়েছে তৃণমূল নেত্রীর ইশারায়। সেক্ষেত্রে মমতা বালা ঠাকুরও এবার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, একুশের বিধানসভা নির্বাচনে সিদ্ধান্ত নেবেন মতুয়ারাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, শান্তনু ঠাকুর গেরুয়া শিবিরের কাছে নির্বাচনী লড়াইয়ে বেশ কয়েকটি আসন দাবি করেছিল। কিন্তু এখনও পর্যন্ত বিজেপি সে দাবিতে কর্ণপাত করেনি। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এখনও 18 টি আসনের প্রার্থী ঘোষণা করা বাকি। যার মধ্যে বনগাঁ সহ বেশ কয়েকটি আসন রয়েছে। প্রশ্ন উঠেছে, সেখানে কি মতুয়াদের নির্বাচনী লড়াইয়ে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, শান্তনু ঠাকুর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে দিয়ে সাংবাদিক বৈঠক করিয়ে চাপ বজায় রাখলেন গেরুয়া শিবিরের ওপর। অবশ্য শান্তনু ঠাকুরকে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি পুরো ব্যাপারটি সম্পর্কে মোটেই অবগত নন বলে জানিয়েছেন।

আর শান্তনু ঠাকুরের এই মতামত ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। প্রসঙ্গত রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এ রাজ্যের ভোটে মতুয়াদের প্রাসঙ্গিকতাকে মোটেই অস্বীকার করা যাবেনা এবং তা প্রতিটি রাজনৈতিক দল ভালোমতন জানে। সেক্ষেত্রে মতুয়ারা যদি বেঁকে বসে, তাহলে কিন্তু তৃণমূল বা বিজেপি দুই তরফেই বিপদ অবধারিত। সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে গেরুয়া শিবির কিছুটা এগিয়ে বলে মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত 18 টি আসনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ না হওয়ায় কিছুটা আশা জেগে রইল। এখন মতুয়ারা কোনদিকে এগোবেন, সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!