এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের মুখে নতুন বেতনকাঠামো চালু করে সরকারী চাকুরেদের মন জয়ের উদ্যোগ তৃণমূল নেত্রীর

ভোটের মুখে নতুন বেতনকাঠামো চালু করে সরকারী চাকুরেদের মন জয়ের উদ্যোগ তৃণমূল নেত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে উঠেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই শেষ সময়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মন জয় করতে একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ইতিমধ্যেই তৃণমূল নেত্রীর বদান্যতায় রাজ্য জুড়ে চলছে একাধিক কর্মসূচি ও প্রকল্প। আর এবার কল্পতরুর মতন তৃণমূল নেত্রী ঘোষণা করলেন ভোকেশনাল শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা।

দীর্ঘদিনের দাবি ছিল ভোকেশনাল শিক্ষক-শিক্ষিকাদের বেতন বাড়ানোর জন্য। ভোটের মুখে এসে তাঁদের দাবি মেনে নিলেন তৃণমূল নেত্রী। এ প্রসঙ্গে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। আসুন বেতন কাঠামোটি একটু দেখে নেওয়া যাক। সূত্রের খবর, নতুন ঘোষণা অনুযায়ী ভোকেশনাল ফিল্ড অফিসারদের বেতন বেড়ে দাঁড়াচ্ছে 12000 টাকা। আগে যা ছিল সাড়ে ছ হাজার টাকা। ঠিক সেভাবেই অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসারদের পুরনো বেতন ছিল 3900 টাকা যা বর্তমানে হতে চলেছে 11 হাজার টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজার বর্তমানে পান 2600 টাকা। নতুন ঘোষণার ফলে তাঁরা পাবেন 10 হাজার টাকা। একই সাথে কন্ট্রাক্টচুয়াল টিচারদের বেতন বাড়তে চলেছে। সেক্ষেত্রে পুরনো নিয়ম অনুযায়ী 9000 টাকা পেতেন কন্ট্রাক্টচুয়াল টিচাররা। বর্তমানে তা হতে চলেছে 13500 টাকা। একই সাথে কন্ট্রাক্টচুয়াল ইন্সট্রাক্টরের বেতন বেড়ে দাঁড়াচ্ছে 10500 টাকা। পাশাপাশি রাজ্যের পলিটেকনিক কলেজের অধ্যাপক এবং অধ্যক্ষদের অবসরের বয়সসীমা বাড়িয়ে দেওয়া হলো আজ থেকে।

এবার থেকে 65 বছর পর্যন্ত কাজ করতে পারবেন তাঁরা। এর আগে কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকাদের অবসরের বয়সসীমা বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই আজকের এই চমক জনমোহিনী প্রচার এর অন্যতম দিক বলে ব্যাখ্যা করেছেন বিরোধীরা। বিশেষজ্ঞদের মতে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে খুব স্বাভাবিকভাবেই ভোকেশনাল টিচার ও অন্যান্যদের মন পেতে বেশ কয়েক ধাপ এগিয়ে গেলেন। তবে তৃণমূল নেত্রীর এই সিদ্ধান্তের ফলাফল ভোটবাক্সে পড়ে কিনা সেদিকেই এখন থাকবে নজর সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!