এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের মুখে পৌরসভা ভাঙ্গা কেন? বিস্ফোরক তথ্য দিলেন দিলীপ! জেনে নিন!

ভোটের মুখে পৌরসভা ভাঙ্গা কেন? বিস্ফোরক তথ্য দিলেন দিলীপ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী 19 ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পৌরসভার নির্বাচন হতে চলেছে। তবে তার আগে হাওড়া পৌরসভা থেকে বালিকে আলাদা করতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ব্যাপারে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব পেশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই পৌরসভা ভোটের মুখে কেন হাওড়া পৌরসভা থেকে বালিকে আলাদা করা হচ্ছে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। আর এবার এই ব্যাপারে সরকারের রাজনৈতিক স্বার্থের কথা তুলে ধরলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণ করতে বের হন দিলীপ ঘোষ। আর সেখানেই এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “সমস্ত রাজনৈতিক স্বার্থেই সিদ্ধান্ত। বালিকে আনাই বা কি ছিল, বালিকে ছাড়াই বা কি ছিল! হয়তো আগের চিন্তা ভাবনা ঠিক ছিল না. চিন্তা ভাবনা না করেই ঢুকিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন রাজনৈতিক লাভের জন্য। এখন দেখছে উল্টো হয়েছে, তাই পাল্টে দেওয়া হচ্ছে। এই যে খামখেয়ালিপনা, এটা যোগ্য শাসকের পরিচয় নয়। এজন্য বাংলার অসুবিধা হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, দিলীপ ঘোষ এই ব্যাপারে সরাসরি সরকারকে চাপে রাখতে চাইলেন। সামনেই পৌরসভা নির্বাচন। তাই তার আগে এখন সরকারপক্ষ নিজেদের লাভ দেখতে এইরকম সিদ্ধান্ত নিচ্ছে বলে বুঝিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় নেতা। স্বভাবতই দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার শাসকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!