এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোটের মুখে রাজ্যে বাড়ছে করোনা, গত ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড

ভোটের মুখে রাজ্যে বাড়ছে করোনা, গত ২৪ ঘন্টায় আবার নতুন রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের মুখে রাজ্যে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। নির্বাচনের কারণে অবাধে মিটিং,মিছিল, রোডশো, জমায়েত থেকে তীব্র হচ্ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যের মোট ৪ হাজার ৮১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। চলতি বছরে যা একটি রেকর্ড। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৭৮ জন। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৩৪ জন।

নির্বাচন চলার কারণে এখনই রাজ্যে লকডাউন জারি করা সম্ভব হচ্ছে না। এ কারণেই মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরির নির্দেশ দেয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। একটি বাড়িতে যদি ৫ জনের বেশী মানুষ করোনা আক্রান্ত হন,তাহলে সেই বাড়িকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে। সাধারণ কন্টেনমেন্ট জোন থেকে ছোট হবে মাইক্রো কন্টেনমেন্ট জোন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা মোকাবিলায় আদালতের হস্তক্ষেপ চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। এই মামলার শুনানিতে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা নিয়ে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে, তা যথাযথভাবে মানতে হবে। রাজনৈতিক মিটিং-মিছিলে করোনা বিধি মেনে চলা না হলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক জমায়েতে মাস্ক না পরলে, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে পারবে। ভিড় নিয়ন্ত্রণ করতে জেলা শাসক ও কমিশনকে দায়িত্ব নিতে হবে। প্রয়োজন হলে ১৪৪ ধারা জারি করা যাবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!