এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের মুখে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামলেন চাকরিপ্রার্থীরা, তীব্র বিপাকে ঘাসফুল শিবির

ভোটের মুখে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামলেন চাকরিপ্রার্থীরা, তীব্র বিপাকে ঘাসফুল শিবির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও, সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি, এমনই বিস্ফোরক অভিযোগ জানিয়ে আজ ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা দিলেন এসএসসির চাকরিপ্রার্থীরা। আজ বেলা ১২ টা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলে তাদের। একাধিক দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে আজ আন্দোলন করলেন তারা। চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন যে, এসএসসির নিয়োগে একের পর এক দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। মেধা তালিকার নাম থাকলেও চাকরি পাননি তারা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন, মেধা তালিকায় তাদের নাম ছিল, কিন্তু এরপরও তাদের চাকরি দেয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এরপরেও কোন কাজ হয়নি। তাই আবার তারা আন্দোলনে নেমেছেন। একাধিক চাকরিপ্রার্থী জানালেন যে, মুখ্যমন্ত্রীর প্রতি সম্পূর্ণ আস্থা রেখেই তারা এই আন্দোলনে নেমেছেন। তারা আশা করছেন মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে যথাযোগ্য মর্যাদায় তাদেরকে স্কুলে শিক্ষক হিসেবে পাঠানোর ব্যবস্থা করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, একাধিক আন্দোলনকারী এটাও জানিয়েছেন যে, নিয়োগের দাবি নিয়ে তিনবার তারা রাস্তায় নেমেছেন, কিন্তু তাতেও সমস্যার কোন সমাধান হয়নি। ইতিপূর্বে কলকাতা প্রেস ক্লাবে ও সল্টলেক সেন্ট্রাল পার্কের সামনে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন এসএসসির চাকরিপ্রার্থীরা। কিন্তু এর পরও তাদের সমস্যার কোনো সমাধান হয়নি, তাই আজ মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখালেন তারা।

একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, একেবারে ভোটের মুখে স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের এই পদক্ষেপ যথেষ্ট বিপাকে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। কারণ, এই ঘটনাকে ইস্যু করে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নামার একটা বড়সড় অস্ত্র পেয়ে গেল গেরুয়া শিবির, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!