এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের মুখে হঠাৎ উপ নির্বাচনের প্রচার বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন কারণ

ভোটের মুখে হঠাৎ উপ নির্বাচনের প্রচার বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের তিনটি কেন্দ্রের উপনির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আর তিনটি কেন্দ্রেই ফুটেছে ঘাসফুল। যার মধ্যে অন্যতম হলো ভবানীপুর কেন্দ্র। ৩০ সে অক্টোবর আরো চারটি কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। যার মধ্যে রয়েছে খড়দহ, দিনহাটা, শান্তিপুর, গোসাবা। এই চারটি কেন্দ্রের উপনির্বাচন নিয়েই যথেষ্ট রকম আত্মবিশ্বাসী তৃণমূল। তবে উপনির্বাচনের প্রচার হঠাৎ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, আগামী ১০ ই অক্টোবর থেকে শুরু করে ২০ সে অক্টোবর পর্যন্ত উপ নির্বাচনের প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সময় হিন্দুদের যেমন দুর্গাপূজো, লক্ষ্মীপুজো রয়েছে, তেমনি সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে নবী উৎসব। এই কারণেই উপ নির্বাচনের প্রচার বন্ধ রাখার আর্জি জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনের কাছে। জানা যাচ্ছে, ২০ তারিখের পর থেকে আবার প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে নদীয়ার জনৈক তৃণমূল বিধায়ক জানিয়েছেন যে, উৎসবের দিনে প্রচার হোক, এমনটা চাইছেন না মুখ্যমন্ত্রী। এ কারণে তারা এসময় প্রার্থী নিয়ে প্রচারে বের হচ্ছেন না। তিনি দাবি করেছেন, বিরোধীদের থেকে প্রচারে তাঁরা অনেকটাই এগিয়ে রয়েছেন। তাই দশ দিন প্রচার বন্ধ থাকলেও কোন সমস্যা হবে না। জানা যাচ্ছে, কোচবিহারের দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ মুখ্যমন্ত্রীর এই নির্দেশ মেনে চলবেন।

আবার গোসাবা থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূল নেতা সুব্রত মন্ডলকে। তার হয়ে প্রচার শুরু করেছে তৃণমূল। তবে, এ প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা (গ্রামীণ) তৃণমূল জেলা সভাপতি যোগরঞ্জন হালদার জানালেন, প্রচার নিয়ে প্রার্থীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি গোসাবাতে একটি কর্মী সম্মেলন করবেন। ৯ তারিখ এই কর্মী সম্মেলনের আয়োজন করা হবে। তবে পুজোর দিন গুলোতে প্রচার করা হবে না। কুড়ি তারিখের পর থেকে আবার প্রচার শুরু হবে।

মুখ্যমন্ত্রী এই নির্দেশ কে মানতা দিয়েছেন দলের সকলেই। জানা যাচ্ছে, আগামী ৯ ই অক্টোবরের মধ্যে উপ নির্বাচন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। খড়দহ প্রার্থী করা হয়েছে রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে। আগামীকাল তিনি তার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। ৯ ই অক্টোবরের মধ্যেই তিনি সমস্ত কাজ সেরে ফেলবেন। তাঁর নির্বাচনের দেখাশোনার দায়িত্বে আছেন তাঁর পুত্র সায়নদেব চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে সায়নদেব চট্টোপাধ্যায় জানালেন, ১০ তারিখ থেকে ২০ তারিখ দলের কর্মসূচির আয়োজন করা হবে না। তবে খড়দহ এলাকায় যদি কোন পুজোয় ডাকা হয়, তাহলে তাঁর বাবা সেখানে যাবেন। কিন্তু কোন দলের প্রতীক সঙ্গে নেবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!