এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের নিরাপত্তা নিয়ে নাছোড়বান্দা বিজেপি! ফের বড় পদক্ষেপ গেরুয়া শিবিরের!

ভোটের নিরাপত্তা নিয়ে নাছোড়বান্দা বিজেপি! ফের বড় পদক্ষেপ গেরুয়া শিবিরের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করা হয়েছে যে, পৌরসভা নির্বাচন কোনো মতেই রাজ্য পুলিশ দিয়ে সম্ভব নয়। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করাতে হবে। কিন্তু ইতিমধ্যেই এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে আদালতে আবেদন করা হলেও, তারা জোর ধাক্কা খেয়েছে। যেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে বিজেপির সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ভরসা রাখা হয়েছে রাজ্য পুলিশের ওপর। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। তাই এবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সম্প্রতি বিজেপির আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একটি রায় দেয়‌। যেখানে জানানো হয় যে, রাজ্য পুলিশকে দিয়েই ভোট করাতে হবে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে বিজেপি এই রায়ে খুশি হয়নি। আর তারপরেই এবার তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে। যার জেরে একাংশ বলছেন, বিজেপি কোনোমতেই কলকাতা পৌরসভার নির্বাচনকে হালকা ভাবে নিতে রাজি নয়। আর সেই কারণেই শেষ পর্যন্ত লড়াই দিতে তৈরি হচ্ছে গেরুয়া শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!