এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ভোটের প্রচারে গিয়ে মূল্যবৃদ্ধি নিয়ে আম আদমির ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির

ভোটের প্রচারে গিয়ে মূল্যবৃদ্ধি নিয়ে আম আদমির ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই রাজ্যে শুরু প্রথম দফার নির্বাচন। একে একে আটটি দফার নির্বাচন হবে এ রাজ্যে। প্রথম দফার নির্বাচনী প্রচার শেষ হলেও বাকি দফায় লড়াইয়ের প্রচার কিন্তু এখন জোরদারভাবে চলছে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা এলাকায় ঘুরে ঘুরে জনমত জোগাড়ের আশায়। 

এরকমই দেখা গেল ভোট চাইতে বেড়িয়েছেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোট চাইতে গিয়ে রীতিমতো সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হলো তাঁকে। ভোটদাতা পাল্টা তাঁকেই পেট্রোল, ডিজেল, গ্যাসের বেড়ে চলা দাম নিয়ে কড়া আক্রমণ করলেন।

পেট্রোল, ডিজেল, গ্যাসের ঊর্ধ্বমুখী দাম যে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বড়োসড়ো হাতিয়ার হয়ে উঠেছে তৃণমূল বা অন্যান্য দলের কাছে সে কথা পরিষ্কার। তবে ওই একই হাতিয়ার রাজ্যবাসীর হাতেও উঠেছে। রাজু বন্দ্যোপাধ্যায় কামারহাটিতে ভোট চাইতে গিয়ে গৃহকর্তার কাছে ব্যাপকভাবে অপমানিত হন এবং সেটি ভিডিও আকারে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। 

দেখা গেছে, কামারহাটির বিজেপি প্রার্থী নিজের সমর্থকদের নিয়ে পাড়ায় পাড়ায় জনসংযোগে বেরিয়েছিলেন। ঠিক সেসময় এলাকার একটি বাড়ির গৃহকর্তার উদ্দেশ্যে হাতজোড় করে ভোট চাওয়ার প্রসঙ্গ তুলতেই একপ্রকার তেলেবেগুনে জ্বলে ওঠেন বাড়ির মালিক। পরিবর্তে জানিয়ে দেন, ভোট চাওয়ার আগে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম কমাতে হবে। নরেন্দ্র মোদি দেশ বেচে দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

 পাশাপাশি তিনি জানিয়ে দেন, কোনোভাবেই তিনি বিজেপিকে ভোট দেবেন না। খুব স্বাভাবিকভাবেই গৃহকর্তার এই আচরণে রীতিমতো বিরক্ত হন বিজেপি প্রার্থী। তিনিও পাল্টা বোঝানোর চেষ্টা করেন গ্যাসের দামের বদলে ইলেকট্রিকের বিল রাজ্য জুড়ে বেড়ে ওঠার কথা। কিন্তু রাজুর সেই চেষ্টা বিফলে যায়। রাজু বন্দ্যোপাধ্যায়ের কথায় ওই গৃহকর্তা কোনরকম কর্ণপাত করেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বরং নিজের আক্রমণাত্মক মনোভাব থেকে তিনি আরো চড়া সুর ধরেন। যথারীতি বাধ্য হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন কামারহাটির বিজেপি প্রার্থী। এই ঘটনা তীব্র অস্বস্তিতে ফেলেছে রাজ্য গেরুয়া শিবিরকে। কামারহাটি অঞ্চলে এবার ত্রিমুখী লড়াই। একদিকে মদন মিত্র দীর্ঘ সময় পর আবারও লড়াইয়ে নেমেছেন, অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে এবার এই কেন্দ্রে তরুণ মুখ সায়নদীপ মিত্র আর রয়েছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য গত ভোটে এই আসনে তৃণমূল হেরেছিল সিপিএমের কাছে।

খুব স্বাভাবিকভাবেই এদিনের ঘটনা প্রমাণ করে দিল কামারহাটি এলাকায় রাজু বন্দ্যোপাধ্যায়ের লড়াই কিন্তু ব্যাপক কঠিন হতে চলেছে। ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে একের পর এক কটাক্ষ রাজু বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বা বলা যায় বিজেপিকে ঘিরে। বিশেষজ্ঞদের মতে, এরকম পরিস্থিতি বদলাতে গেলে অবশ্যই কেন্দ্রীয় চিন্তাভাবনার বদল প্রয়োজন। সেক্ষেত্রে বদলাতে না পারলে এখন থেকেই বলা যায়, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি শিবিরের রাজ্য দখলের স্বপ্ন বড়সড় ধাক্কা খেতে পারে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!