এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের প্রচারে বেরিয়ে মৃত তৃণমূল নেতার বাড়িতে বিজেপি প্রার্থী, জল্পনা তীব্র বঙ্গ রাজনীতিতে

ভোটের প্রচারে বেরিয়ে মৃত তৃণমূল নেতার বাড়িতে বিজেপি প্রার্থী, জল্পনা তীব্র বঙ্গ রাজনীতিতে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনে খড়দহ থেকে প্রার্থী হয়েছিলেন তৃণমূল নেতা কাজল সিনহা। নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটে। এ কারণে এই কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে পড়ে। পরে খরদা থেকে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী করা হয়েছে রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন জয় সাহা। আজ ভোটের প্রচারে বেরিয়ে হঠাৎ তিনি মৃত তৃণমূল নেতা কাজল সিনহার বাড়িতে গেলেন। যাকে কেন্দ্র করে বড় রকম জল্পনা বাড়তে শুরু করেছে রাজ্যের রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, আগামী ৩০ সে অক্টোবর উপনির্বাচনে রয়েছে খড়দহে। সেদিন খড়দহ ছাড়াও রাজ্যের আরো তিনটি কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। আজ সকালে ভোটের প্রচারে বেরিয়েছিলেন খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা। ভোটের প্রচারে বেরিয়ে তিনি প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার বাড়িতে গেলেন। সেখানে তাঁর ছবিতে মাল্যদান করেছেন। কাজল সিনহার স্ত্রীকে প্রণাম করে তার কাছে তিনি আশীর্বাদ নিয়েছেন, করেছেন সৌজন্য বিনিময়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই পদক্ষেপ একের পর এক জল্পনা তুলে দিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী জয় সাহা জানালেন যে, কাজল বাবু ছিলেন খড়দহের ভূমিপুত্র। তিনি নিজেও খড়দহের ভূমিপুত্র। নিজের জনপ্রিয়তার কারণে বিধানসভা ভোটে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন কাজল বাবু। তাঁর মত মানুষকে শ্রদ্ধা করা তাঁর মতো রাজনীতির ছাত্রের কাছে অত্যন্ত জরুরি ছিল, তাই তাকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকেও আশীর্বাদ নিয়েছেন তিনি। বিজেপি নেতা জয় সাহার এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। তাঁর এই পদক্ষেপকে রাজনৈতিক সৌজন্যের নজির বলেও অভিহিত করেছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!