এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের রাতেই প্রাণঘাতী হামলা যুব তৃণমূল নেতার উপরে, জোর তদন্তে পুলিশের জালে অভিযুক্তরা।

ভোটের রাতেই প্রাণঘাতী হামলা যুব তৃণমূল নেতার উপরে, জোর তদন্তে পুলিশের জালে অভিযুক্তরা।


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের রাতেই দক্ষিণ ২৪ পরগনার উস্তি এলাকায় যুব তৃণমূল নেতা সুজাউদ্দিন গাজীর উপরে প্রাণঘাতী হামলা চলে। গুলি করে তাকে হত্যার চেষ্টা করা হয়। তার পরিবারের সদস্যরা তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লাকে এই ঘটনার জন্য দায়ী করেন। অভিযোগ ওঠে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে। এরপর এই ঘটনার তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার মূল অভিযুক্ত হলো লালচাঁদ ও তার দুই পুত্র কবিরুল, সাবিরুল। গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশের তিনটি দল একত্রে অভিযান চালায় বারুইপুর, সুন্দরবন, উস্তি এলাকাতে। এই তিন এলাকায় অভিযান চালিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে হত্যার চেষ্টা করা হয়েছিল সুজাউদ্দিন গাজীকে। জানা যাচ্ছে তৃণমূল নেতা সুজাউদ্দিন ব্লক তৃণমূল যুব সভাপতি ইমরান হাসান ও পঞ্চায়েত প্রধান কুতুবউদ্দিন লস্করের ঘনিষ্ঠ বলে পরিচিত। যাদের সঙ্গে বিরোধ রয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার।

বিরোধের কারনে দুষ্কৃতী দিয়ে খুন করার চেষ্টা করা হয়েছে সুজাউদ্দিনকে, এমন অভিযোগ উঠেছে তার পরিবারের পক্ষ থেকে। কি কারনে তার ওপর এমন প্রাণঘাতী হামলা হলো? তার তদন্ত করছে পুলিশ। অভিযুক্তদের খুব শীঘ্রই আদালতে তোলা হবে বলে, জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!