এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোটের সপ্তমীর দিনে সপ্তমে করোনা, ২৪ ঘন্টায় আবার নয়া রেকর্ড

ভোটের সপ্তমীর দিনে সপ্তমে করোনা, ২৪ ঘন্টায় আবার নয়া রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ছিল বিধানসভা নির্বাচনের সপ্তম দফা। গতকাল নির্বাচন ছিল একাধিক জেলায়। নির্বাচন থাকার কারণে গতকাল করোনা পরীক্ষা কিছুটা কম হয়েছিল। কিন্তু, তা সত্ত্বেও আবার রেকর্ড সংখ্যক সংক্রমণ দেখা দিল রাজ্যে। গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হলেন প্রায় ১৬ হাজার মানুষ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হল ৬০ জনেরও বেশি মানুষের।

রাজ্য স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হলেন ১৫ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘন্টায় করোনাতে মৃত্যু ঘটেছে ৬৮ জন মানুষের। শুধুমাত্র কলকাতাতেই গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৬৭৩ জন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪২২ জন, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হলেন ৯৮০জন, হাওড়ায় করোনা আক্রান্ত হলেন ৯১৪ জন, হুগলিতে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৮ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। দার্জিলিংয়ে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩০১ জন, জলপাইগুড়িতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন, কোচবিহারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬৩ জন, গত ২৪ ঘণ্টায় মালদহে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৪ জন।

গতকাল নির্বাচন থাকার কারণে দৈনিক করোনা পরীক্ষার পরিমাণ হ্রাস পেয়েছে। গতকাল রাজ্যের মোট ৪৮ হাজার ৫৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এরপরও যেভাবে করোনা বাড়ছে, তা যথেষ্ট উদ্বেগজনক। এদিকে করোনার বাড়বাড়ন্তের কারনে বহু হাসপাতালের বেডের অভাব শুরু হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে হাসপাতালে বেডের অভাব ব্যাপক আকার ধারণ করেছে। সেই সঙ্গে চলছে অক্সিজেনের অভাব, ভ্যাকসিনের অভাব। রাজ্যে অতিরিক্ত অক্সিজেন প্লান্ট তৈরি করতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!