এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটার তালিকা নিয়ে তীব্র সংঘর্ষ বিজেপি-তৃণমূলে! উত্তপ্ত হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর খাসতালুক

ভোটার তালিকা নিয়ে তীব্র সংঘর্ষ বিজেপি-তৃণমূলে! উত্তপ্ত হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর খাসতালুক


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে চলেছে, ততই সংঘর্ষ বাড়ছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে। মারামারি, ধস্তাধস্তি, খুনোখুনি, বোমবাজি এখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। এই আবহে গতকাল শুক্রবার রাতে তৃণমূল ও বিজেপির তীব্র সংঘর্ষে উত্তপ্ত হলো হাওড়া জেলার বাঁকড়া। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র অশান্তি বাঁধলো তৃণমূল ও বিজেপির। এরফলে উত্তপ্ত হলো হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর খাসতালুক। অভিযোগ উঠেছে যে, তৃণমূল কর্মীরা বিজেপির মন্ডল সভাপতিকে লাথি মেরে দোতলা থেকে নিচে ফেলে দিয়েছে। এর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধে এগিয়ে আসে বিজেপি। তখন সংঘর্ষ বাধে তৃণমূল ও বিজেপি দুপক্ষের। এই ঘটনায় বিজেপির মোট চারজন আহত হয়েছেন। তাদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, গতকাল শুক্রবার রাতে হাওড়া জেলার বাঁকড়ার পশ্চিম পাড়া এলাকায় চলছিল ভোটার তালিকা সংশোধনের কাজ। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকড়ার মণ্ডল সভাপতি শেখ নিজামুদ্দিন। এক দোতলা বাড়িতে এই কাজ চলছিল। অভিযোগ উঠেছে, বেশকিছু তৃণমূল কর্মী অকস্মাৎ এই দোতালা বাড়িতে উপস্থিত হন। তৃণমূল কর্মীরা অকস্মাৎ বিজেপির মন্ডল সভাপতি সহ অন্যান্য কর্মীদের উপর প্রচন্ডভাবে চড়াও হন, মারধর শুরু করেন। প্রচন্ড মারধর করে বিজেপির মন্ডল সভাপতি শেখ নিজামুদ্দিনকে লাথি মারতে মারতে ছাদ থেকে নিচে ফেলে দেন। এর ফলে গুরুতরভাবে আহত হন শেখ নিজামুদ্দিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মণ্ডল সভাপতির উপর এরকম হামলা ঘটলে তার প্রতিরোধে নামেন বিজেপি কর্মীরা। এরপর প্রচন্ড মারামারি শুরু হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। এই মারামারিতে বিজেপির মন্ডল সভাপতি শেখ নিজামুদ্দিন ছাড়াও আরো তিন বিজেপি কর্মী জখম হলেন। তবে, মন্ডল সভাপতি আহত হয়েছেন সবচেয়ে বেশি। বর্তমানে তিনি হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল ভোটার তালিকা সংশোধনের সময় তৃণমূলের এই হামলার তীব্র সমালোচনা করলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, এ রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই। এ কারণে পুলিশও এই হামলার পর কোন ব্যবস্থাই নেয়নি।

তবে, তাদের বিরুদ্ধে ওঠা মারামারির অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল শিবির। তৃণমূল দাবি করেছে, অশান্তি সৃষ্টি করতেই বহিরাগতদের এই এলাকায় এনেছিল বিজেপি। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষেরাই মারধর করেছে বিজেপিকে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন কোন যোগাযোগ নেই জানালেন তৃণমূলের জনৈক পঞ্চায়েত সদস্য শেখ আবদুল সালাম। অন্যদিকে, পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিস।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!