এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে বড়সড় দাবি পার্থর, জেনে নিন

ভোটার তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে বড়সড় দাবি পার্থর, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি। তারপরেই 2021 এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। করোনা ভাইরাসের কারণে সঠিক সময়ে নির্বাচন হওয়া নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছিল। তবে অবশেষে বেজে গেল সেই নির্বাচনের দামামা। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করেন। যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আগামী 18 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। তবে এদিনের এই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা করার দাবি জানালেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

জানা গেছে, এদিনের এই বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার, সিপিএমের রবীন দেব এবং কংগ্রেসের পক্ষ থেকে ঋজু ঘোষালের মত নেতারা উপস্থিত ছিলেন। আর সেই বৈঠক শেষে নির্বাচন কমিশনকে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির আবেদন জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নির্বাচন কমিশনকে নজর দিতে হবে। তালিকা তৈরির পর্যাপ্ত সময় দেওয়া হোক। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে। সমস্ত ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা এখন থেকেই গ্রহণ করতে হবে।”

বস্তুত, যে কোনো নির্বাচনের ক্ষেত্রে ভোটার তালিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেদিক থেকে এবারের 2021 এর বিধানসভা নির্বাচন যখন প্রতিটি রাজনৈতিক দলের কাছে কার্যত গুরুত্বপূর্ণ, সেখানে সব থেকে আগে ভোটার তালিকায় নজর দিতে শুরু করল তৃণমূল কংগ্রেস। অন্তত পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য থেকে তা স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সিপিএমের পক্ষ থেকেও সেই নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবি জানানো হয়। এদিন এই প্রসঙ্গে সিপিআইএমের রবীন দেব বলেন, “78910 টি বুথের বুথ কর্মীরা যাতে ঠিকমত বসে কাজ করতে পারেন, সেই নজর রাখতে হবে। নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে। যা কমিশনের দায়িত্ব।” তবে প্রতিটি রাজনৈতিক দল ভোটার তালিকা তৈরির ব্যাপারে গুরুত্ব দেওয়ায় কমিশনের পক্ষ থেকেও এই ব্যাপারে সকলকে আশ্বাস দেওয়া হয়েছে।

রাজনৈতিক দলগুলো জানিয়েছে, এই ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার জন্য স্থায়ী কর্মচারীদের নিয়োগ করতে হবে। এক্ষেত্রে ভুতুড়ে ভোটারদের নামের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত নাম বসাতে হবে। অর্থাৎ কোনোভাবেই যাতে এই ভোটার তালিকায় জল মেশানো না হয়, তার জন্য দাবি জানিয়েছেন প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সব মিলিয়ে কমিশনের কাছে এই ব্যাপারে শাসক-বিরোধী প্রতিটি রাজনৈতিক দল আবেদন করায় কমিশন নির্বাচনের প্রথম ধাপ কতটা সফলতার সঙ্গে পালন করতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!