এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ‘ভোটারদের প্রভাবিত করা হচ্ছে’ পোলিং এজেন্টদের উপর আক্রমণ নিয়ে সরব বিজেপি প্রার্থী ভারতী!

‘ভোটারদের প্রভাবিত করা হচ্ছে’ পোলিং এজেন্টদের উপর আক্রমণ নিয়ে সরব বিজেপি প্রার্থী ভারতী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জমে উঠেছে দ্বিতীয় দফার নির্বাচন। 5 টি জেলার 30 টি বিধানসভা কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রথম থেকেই তৎপর নির্বাচন কমিশন। কিন্তু বিভিন্ন জায়গায় সকাল থেকেই অশান্তির খবর আসতে শুরু করেছে। আর তার মাঝেই নির্বাচনে অশান্তি শুরু হয়েছে বলে অভিযোগ করলেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। সেখানে ভোটারদের প্রভাবিত করা থেকে শুরু করে পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ তুলেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, এবার পশ্চিম মেদিনীপুর ডেবরাতে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন দুই প্রাক্তন প্রশাসনিক কর্তা। তৃণমূলের লড়াই করছেন হুমায়ুন কবীর এবং বিজেপির হয়ে লড়াই করছেন ভারতী ঘোষ। এদিন সকাল সকাল নির্বাচন শুরু হতে না হতেই বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, “নোয়াপাড়াতে আমার একজনকে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি 150 জন গুন্ডা। আমি জেনারেল অবজারভারকে জানিয়েছি। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে।” স্বভাবতই ভারতী ঘোষের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, বেলা যত বাড়ছে, ততই অশান্তির খবর সামনে আসতে শুরু করছে। এমনিতেই পশ্চিমবঙ্গের নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে এবার যাতে তা না হয় এবং কোনোভাবেই ভোট গ্রহণ নিয়ে অভিযোগ না ওঠে, তার জন্য প্রথম থেকেই তৎপর নির্বাচন কমিশন। তবে ডেবরাতে পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া সহ একাধিক অভিযোগে সরব হলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। সেখানে কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!