কেমন চলছে ভোটদানের হার? দুপুর ১ টা পর্যন্ত তৃতীয় দফার ৫ কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল? উত্তরবঙ্গ বিশেষ খবর মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য April 23, 2019 আজ সারা দেশের সঙ্গে বাংলার পাঁচ আসনেও চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ। বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ – এই পাঁচ আসনে মোট ৬১ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা আজ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কমিশন সূত্রে, শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলার পাঁচ লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার – ১. বালুরঘাট – ৫৬.১০% ২. মালদা উত্তর – ৪৯.৭৭% ৩. মালদা দক্ষিণ – ৫০.৪৪% ৪. জঙ্গিপুর – ৫০.৩২% ৫. মুর্শিদাবাদ – ৫১.৯০% আপনার মতামত জানান -