এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভয়াবহ করোনা, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে রাজ্যের কাছে জবাব তলব আদালতের!

ভয়াবহ করোনা, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে রাজ্যের কাছে জবাব তলব আদালতের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস দিনকে দিন ভয়াবহ আকার ধারণ করছে। আর এই পরিস্থিতিতে সেই ভাইরাসকে আটকানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আদালত। ইতিমধ্যেই হাইকোর্ট থেকে শুরু করে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট প্রত্যেকের গলায় কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে।

আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছে, ঠিক তখনই স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা দেশজুড়ে।

সূত্রের খবর, মঙ্গলবার দেশের শীর্ষ আদালত প্রত্যেকটা রাজ্যকে এই ব্যাপারে একটি নির্দেশ দিয়েছে। যেখানে আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যগুলোকে জবাব তলব করার কথা বলেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ দেশে যখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তখন অনেকেই সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে দাবি করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে বিভিন্ন রাজ্য সরকারের গা-ঢিলেমির ঘটনা সামনে আসতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যের কাছে জবাব তলব করে কার্যত করোনা ভাইরাস নিয়ে যে সুপ্রিমকোর্ট যথেষ্ট উদ্বেগপ্রবণ, তা একপ্রকার পরিষ্কার হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, বিভিন্ন রাজ্যে নির্বাচন চলার কারণে সেই করোনা ভাইরাস আরও বাড়তে শুরু করেছে। প্রথম পর্যায়ে ভাইরাস যে আকার ধারণ করেছিল, তার থেকে দ্বিতীয় পর্যায় আরও ভয়াবহ বলে দাবি করছেন একাংশ। টিকাকরন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই নানা গলদ সামনে আসতে শুরু করেছে। তাই অবিলম্বে যাতে সরকার পদক্ষেপ করে, তা নিয়ে আবেদন জানাচ্ছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে নানা মহল।

আর এই পরিস্থিতিতে গোটা ঘটনায় হস্তক্ষেপ করে রাজ্যগুলোর কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। মূলত করোনা ম্যানেজমেন্ট নিয়ে কেন্দ্র-রাজ্য মামলায় এই পর্যবেক্ষণ করল দেশের শীর্ষ আদালত। সব মিলিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যগুলো এই ব্যাপারে কি জবাব দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!