এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভুল তথ্যের অভিযোগে কি সাংসদ পদ খারিজ হতে চলেছে নুসরাতের? ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় তৃণমূল!

ভুল তথ্যের অভিযোগে কি সাংসদ পদ খারিজ হতে চলেছে নুসরাতের? ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   সংসদে ভুল তথ্য দেওয়ার অভিযোগে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। যেখানে তার বিবাহ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে সম্প্রতি তার সাংসদ পদ খারিজের আবেদন জানানো হয়েছে। আর এরপরই রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে শাসকদলের অন্দরমহলে। বস্তুত, নুসরাত জাহানের বিবাহ হয়েছিল নিখিল জইনের সাথে। কিন্তু সম্প্রতি তার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণে কোনো বিয়ে হয়নি বলে জানিয়েছেন হেভিওয়েট এই তৃণমূল সাংসদ।

তবে সংসদে তার শাঁখা-সিঁদুর পড়ে যাওয়ার বিষয়টিকে হাতিয়ার করে এবার নুসরাত জাহানের বিরুদ্ধে লোকসভায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর সেই কারণেই বিজেপি নেত্রী সংঘমিত্রা মৌর্য বসিরহাটের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী সাংসদ পদ খারিজের দাবিতে সোচ্চার হতে শুরু করেছেন। যদিও বা চাপে পড়ে এবার ড্যামেজ কন্ট্রোল করতে পথে নামতে হল তৃণমূল কংগ্রেসকে। যেখানে দলীয় সাংসদের সদস্যপদ রক্ষা করার জন্য পাল্টা যুক্তি দিতে দেখা গেল তৃণমূল সাংসদ সৌগত রায় এবং শুখেন্দুশেখর রায়কে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

বস্তুত, বিজেপি নেত্রী সংঘমিত্রা মৌর্যের পক্ষ থেকে তৃণমূল সাংসদ নুসরাত জাহানের সদস্যপদ খারিজের আবেদন করা হয়েছে। আর তার বিরুদ্ধেই এদিন সোচ্চার হতে দেখা গেছে তৃণমূলের দুই প্রবীণ সাংসদকে। এদিন এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “স্পিকার হল সুপ্রিমো। এই বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। তবে লোকসভার স্পিকার কবে সিদ্ধান্ত নেবেন, সেটা দেখার বিষয়।” অন্যদিকে এই বিষয়কে “দুর্ভাগ্যজনক” বলে মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “বাংলা জয় করতে না পেরে প্রতিদিন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিয়ে বাংলা ভাগ করতে চাইছে বিজেপি। মানুষ তা গ্রহণ করবেন না। এটা ভীষণ দুর্ভাগ্যজনক যে, সংসদেও এখন শাঁখা-সিঁদুর নিয়ে আলোচনা হচ্ছে।” অর্থাৎ সুখেন্দুবাবুর কথা থেকেই স্পষ্ট যে, গোটা বিষয়টি নিয়ে তারা আগবাড়িয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। তবে বিজেপি এক্ষেত্রে নোংরা খেলা খেলছে বলেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, সংসদে শপথ নেওয়ার সময় বাঙালির অন্যতম ঐতিহ্য শাঁখা-সিঁদুর পরেই শপথ বাক্য পাঠ করতে দেখা গিয়েছিল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে। তবে সম্প্রতি স্বামীর সঙ্গে বিবাদ তৈরি হওয়ার কারণে তারা “লিভ ইনে” ছিলেন বলে জানিয়ে দিয়েছেন এই তৃণমূল সাংসদ। আর তারপরেই বিতর্ক তৈরি হয়েছে। তাহলে লোকসভার কাছে নুসরাত জাহান ভুল তথ্য দিয়েছেন বলে কটাক্ষ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

আর তার পরিপ্রেক্ষিতেই বিবাহ সাজে সজ্জিতা হওয়ার পরেও এবং লোকসভায় সেই তথ্য দেওয়ার পরেও কেন নুসরাত জাহান এখন 180 ডিগ্রি দূরে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলে তার সদস্যপদ খারিজের দাবি তুলেছেন বিজেপি নেত্রী সংঘমিত্রা মৌর্য। তবে এক্ষেত্রে যথেষ্ট সাবধানী তৃণমূল কংগ্রেসে। স্পিকারের উপর সমস্ত সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হলেও, বিজেপিকে কটাক্ষ করে কিছুটা মুখরক্ষা করার চেষ্টা করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!