এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভূতের মুখে রামনাম- জল্পনা উস্কে মন্তব্য দিলীপের

ভূতের মুখে রামনাম- জল্পনা উস্কে মন্তব্য দিলীপের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যে উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল শিবির একুশের বিধানসভা নির্বাচনে জয়ের রাস্তা বানাচ্ছিল, সেই উন্নয়নের হাতিয়ারকেই ভোঁতা প্রমাণ করতে ইতিমধ্যেই উঠে-পড়ে লেগেছে রাজ্যের বিরোধী দলগুলি। শুধু রাজ্যের বিরোধী দলগুলিই নয়, তৃণমূলের অন্দরের অনেক নেতাই রাজ্য সরকারের উন্নয়নের হাতিয়ার যে সব জায়গায় কাজ করেনি, সে কথা স্পষ্ট করছেন। সেরকমই এক নেতা হলেন আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। আজ সারাদিন রাজ্য রাজনীতি উত্তাল ছিল জিতেন্দ্র তিওয়ারির চিঠি কাণ্ড নিয়ে। আসানসোলের পুর প্রশাসক যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসানসোলকে বঞ্চিত করার অভিযোগ করেছেন তা নিয়ে চলছে আলোচনা সর্বত্র।

জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ লিখিত আকারে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও পাঠিয়েছেন বলে জানা গেছে। সেই অভিযোগ নিয়েই এবার তীব্র কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ এদিন তীব্র কটাক্ষ সহকারে বলেন, জিতেন্দ্র তিওয়ারি যেভাবে আসানসোলের অনুন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, তা ভূতের মুখে রাম নাম এর মতন শোনাচ্ছে। তবে দিলীপ ঘোষ আসল সত্য প্রকাশ্যে আনার দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিরোধী দলের বোর্ড হলে রাজ্যে এরকম হয়। কিন্তু আসানসোলের পুর প্রশাসক তৃণমূলের। তাহলে কেন এরকম হলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি সভাপতি।

পাশাপাশি তিনি জিতেন্দ্র তিওয়ারিকেও কড়া আক্রমণ করে বলেছেন, আসলে গা বাঁচাচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি। সত্যি ঘটনা প্রকাশ্যে এলেই জবাবদিহি করা থেকে বাঁচার জন্যই আগে থেকে নিজেকে বাঁচাতে পদক্ষেপ নিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। প্রসঙ্গত, জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের অনুন্নয়নের জন্য মমতা ব্যানার্জির সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। যা চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। রাজ্য সরকারের কারণে কেন্দ্রের প্রকল্পের সুযোগ পায়নি আসানসোল সে কথা স্পষ্ট ভাষায় জানিয়েছেন আসানসোলের পুর প্রশাসক। সেই অনুযায়ী তিনি চিঠি লিখেছেন। পাশাপাশি তিনি চিঠি লেখার পর গভর্নিং বডি থেকেও পদত্যাগ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির পুরমন্ত্রীকে লেখা চিঠি প্রকাশ্যে এসে যাওয়ায় তিনি প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। তবে প্রশ্ন উঠেছে কিভাবে গোপন চিঠি প্রকাশ্যে এল? তাহলে কি তৃণমূল শিবিরেই চলছে অন্তর্ঘাত? অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি আজকে যে অভিযোগ করেছেন, তা বহুদিন ধরেই করে আসছেন আসানসোলের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল এর আগে অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণেই আসানসোলের উন্নয়ন হয়নি। বিভিন্ন প্রকল্প ঠাণ্ডা ঘরে চলে গিয়েছে। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির এহেন পদক্ষেপে রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জল্পনা শোনা যাচ্ছে।

অনেকেই জিতেন্দ্র তিওয়ারির দল ছেড়ে বিজেপিতে যোগদানের অনুমান করে নিয়েছেন। তাঁদের সেই অনুমান কিছুটা ধাক্কা খেলো রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এখনো পর্যন্ত তৃনমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কোনো কথা বিজেপি কিংবা জিতেন্দ্র তিওয়ারি- কারোর কাছ থেকেই শোনা যায়নি। তবে রাজ্য বিজেপি সভাপতি যেভাবে মন্তব্য করলেন, তাতে জিতেন্দ্র তিওয়ারিরকে নিয়ে যে জল্পনা চলছে রাজ্যজুড়ে, তা কিছুটা উস্কে দিলেন বলে মত রাজনীতির কারবারিদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!