এখন পড়ছেন
হোম > রাজ্য > ভুয়ো টিকা কান্ডে আরও বড় পদক্ষেপ, জমা পড়ল চার্জশিট!

ভুয়ো টিকা কান্ডে আরও বড় পদক্ষেপ, জমা পড়ল চার্জশিট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি কসবার ভুয়ো ভ্যাকসিনের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে। একদিকে যখন ভ্যাকসিনের আকাল, তখন এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। গ্রেপ্তার করা হয় গোটা ঘটনার মূল পান্ডা দেবাঞ্জন দেবকে। আর তারপর থেকেই রীতিমতো চিন্তা বৃদ্ধি পেতে শুরু করে রাজ্য প্রশাসন থেকে শুরু সাধারন মানুষদের মধ্যে। গোটা পরিস্থিতির গভীরে পৌঁছতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশের অভিজ্ঞ অফিসারদের নিয়ে তৈরি করা হয় সিট। আর সেই সিটের পক্ষ থেকেই এবার ভুয়ো টিকা কাণ্ডের মূল পান্ডা দেবাঞ্জন দেব সহ আরও বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন আলিপুর আদালতে দেবাঞ্জন দেব সহ আরও আটজনের বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়। যেখানে সিটের পক্ষ থেকে খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ করা হয়েছে। একাংশের মতে, ভুয়ো টিকা কান্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর অনেকেরই মাথায় হাত পড়ে গিয়েছিল। কলকাতার মত এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে, তা অনেকেই কল্পনা করতে পারেননি। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। অবশেষে গোটা ঘটনার দুই মাস পেরিয়ে যাওয়ার পর এই ব্যাপারে চার্জশিট দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, এই ঘটনার মূল পান্ডা দেবাঞ্জন দেব সহ বাকিদের বিরুদ্ধে এতদিন তদন্ত করেছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে গঠিত সিট। অবশেষে এবার আদালতে চার্জশিট পেশ করল তারা। এক্ষেত্রে কবে এই ব্যাপারে চার্জশিট জমা করা হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে অবশেষে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করল সিট। এবার সিটের জমা দেওয়া এই চার্জশিট মোতাবেক গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!