এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভুয়ো অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগে রাহুল গ্রেফতার হতেই অস্বস্তি বাড়ছে তৃণমূলের, জেনে নিন কারণ!

ভুয়ো অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগে রাহুল গ্রেফতার হতেই অস্বস্তি বাড়ছে তৃণমূলের, জেনে নিন কারণ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় আরামবাগের গর্ব বলা হত তাকে। কিন্তু এখন সেই শেখ নাজিমুল ওরফে রাহুল ভুয়ো অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগে সিবিআই হেফাজতে রয়েছেন। তবে রাহুলবাবুর সিবিআই হেফাজতে থাকা নিয়ে এখন চিন্তা শুরু হয়েছে শাসকদলের অন্দরমহলে। একাংশের অভিযোগ, অ্যাঞ্জেল গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর থাকার সুবাদে তার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন শাসক দলের অনেক নেতা নেত্রী।

স্বাভাবিকভাবেই সিবিআই হেফাজতে থাকা এই রাহুলবাবুর কাছ থেকে যদি তৃণমূলের কোনো নেতা বা নেত্রীর নাম উঠে আসে, তাহলে বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক অস্বস্তিতে পড়বে ঘাসফুল শিবির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, আরামবাগের বাতানলে বাড়ি এই শেখ নাজিমুল্লার। 2013 সালে আর্থিক প্রতারণার অভিযোগে যখন একের পর এক অর্থলগ্নি সংস্থার ঝাঁপ বন্ধ হতে শুরু করে, তখন সেই তালিকায় শেখ নাজিবুল্লার সংস্থাও ছিল। জানা যায়, বাজার থেকে প্রায় 454 কোটি টাকার বেশি তুলেছিল তার সংস্থা।

কিন্তু তারপর থেকে আর তাকে দেখা যায়নি। তবে বর্তমানে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন তিনি। আর শেখ নাজিমুল্লা সিবিআইয়ের হেফাজতে রয়েছেন, একথা শুনে কার্যত ঘুম উড়তে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতাদের। একাংশ বলছেন, রবীন্দ্রজয়ন্তী থেকে যুব উৎসব, নানা মেলা থেকে শুরু করে পুজো, শাসকদলের বদান্যতায় যে সমস্ত অনুষ্ঠান হয়, সেখানেই অর্থনৈতিক ভাবে সাহায্য করেন শেখ নাজিমুল্লা।

স্বাভাবিকভাবেই তৃণমূলের অনেক নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ বলে জানা যায়। এমনকি অনেক মঞ্চে তার সঙ্গে তৃণমূলের অনেক নেতাকেও থাকতে দেখা গেছে। স্বাভাবিকভাবেই এই হেভিওয়েট প্রভাবশালী ব্যক্তিত্ব যখন সিবিআই হেফাজতে রয়েছেন এবং তার অর্থলগ্নি কেলেঙ্কারি যখন প্রকাশ্যে, তখন তৃণমূলের অনেক নেতারাই চাপে পড়তে শুরু করেছেন। একাংশের আশঙ্কা, সিবিআইয়ের জেরায় যদি কাউকে সহযোগিতা করার কথা জানিয়ে দেন শেখ নাজিমুল্লা, তাহলে সেই তালিকায় তৃণমূলের অনেকের নাম উঠে আসতে পারে।

আর বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তখন শেখ নাজিমুল্লা যদি তৃণমূল নেতাদের নাম সিবিআইয়ের কাছে দিয়ে দেন, তাহলে আরো অস্বস্তিতে পড়বে ঘাসফুল শিবির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে তৃণমূলের ভোটব্যাংকে ব্যাপক ফাটল ধরতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। আর এই সমস্ত সমীকরণকে মাথায় রেখে সিবিআই ঠিক কী কী বিষয় নিয়ে মুখ খুললেন শেখ নাজিমুল্লা, তার দিকেই লক্ষ্য রয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের অনেক হেভিওয়েট নেতৃত্বের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা এই গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন এই প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন, “এটা রাজনৈতিক বিষয় নয়, সিবিআই তদন্ত করছে। তারা মনে করলে কাউকে ডেকে পাঠাতেই পারে। আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ আসেনি।” অর্থাৎ তাদের দলের বিভিন্ন নেতার সঙ্গে সিবিআই হেফাজতে থাকা শেখ নাজিমুল্লার ঘনিষ্ঠ বৃত্তের খবর থাকলেও জেলা তৃণমূল সভাপতি তা সম্পূর্ণরূপে অস্বীকার করে দিলেন। তবে ভেতরে ভেতরে তৃণমূলের অন্দরমহল এই ব্যাপারটি নিয়ে যে যথেষ্ট আলোচনা তৈরি হয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

যেভাবে দাপটের সঙ্গে কাজ করার সময়কালে শেখ নাজিমুল্লা তৃণমূলের নানা নেতাদের ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন, তাতে যদি তিনি সেই সমস্ত নেতাদের সহযোগিতা করার কথা সিবিআই হেফাজতে জানিয়ে দেন, তাহলে তৃণমূল কংগ্রেস ব্যাপক সমস্যার সম্মুখীন হতে পারে। যাকে মোকাবিলা করতে গিয়ে বিজেপির তোপের মুখে পড়তে হতে পারে শাসক দলকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!